বিনোদন

ডিপ-কাট চোলিতে আলো ছড়াল ক্লিভেজ, সি-থ্রু লেহঙ্গায় ধরা দিল চিকন উরু, ফটোশ্যুটে ঝড় তুললেন ভূমি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর।বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করে বলিউডে জায়গা করে নেন ভূমি। এরপর বলিউডের অনেক সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জিতে নিয়েছেন ভূমি পেডনেকর। সেই সঙ্গে কমিয়েছেন তার শরীরের ওজনও। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয় ভূমি পেডনেকর। প্রায়ই নানা রকম ছবি পোস্ট করে নেটিজেনদের মনে ঝড় তোলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফাল্গুনী ও শেন পিককের ডিজাইন করা পোশাকে অনন্য রূপে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর।

কেপড সাদা রঙের লেহঙ্গায় ভূমিকে ভূমিকে যেন অসাধারণ দেখাচ্ছিল।

শুধু তাই নয়, নজর কেড়েছে অভিনেত্রীর ন্যুড মেক আপও।

শাড়ি, সালওয়ার বা লেহঙ্গা চোলির মতো নানারকম ভারতীয় পোশাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেই সব ছবি ভাইরালও হয়ে যায় রীতিমতো।

লাল রঙের পোশাকেও যেন অসাধারণ দেখাচ্ছিল ভূমিকে। ভূমির এই ছবি দেখে যেন নজর আটকে যায় নেটিজেনদের।

শাড়ি ঝলমলে বলে একদম জিরো মেক-আপে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি।

ব্রোকেড লেহঙ্গায় যেন রাজকুমারীর মতো লাগছে বলিউডের এই অভিনেত্রীকে।

Back to top button