বিনোদন

Susmita-Rahaman: তবে কি রহমানের সঙ্গে ৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন সুস্মিতা?

তাহলে কি সুস্মিতা সেন প্রেমিক রহমানের সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানলেন। এমন প্রশ্ন ফের উঠল।
বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও মডেল রহমান শাল প্রেম করছেন তিন বছরের বেশি। অন্তর্জালে প্রায়ই এ যুগল দারুণ সব ছবি পোস্ট করেন আর তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত দর্শনে উচ্ছ্বসিত হন নেটনাগরিকেরা। এ যুগল একসঙ্গে ওয়ার্কআউট করেন এবং ভক্তদের উজ্জীবিত করেন। বি-টাউনের বেশির ভাগ সেলিব্রেটি যেখানে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ, সেখানে এ যুগল উচ্চকিত।

তবে টাইমস অব ইন্ডিয়ার নতুন খবর, যুগলের একটি সূত্র জানিয়েছে, রহমানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন সুস্মিতা। সুস্মিতা ও রহমানের সম্পর্ক তিন বছরের। এত দিন সুস্মিতার সঙ্গেই থাকতেন রহমান। কিন্তু সম্প্রতি রহমান মুম্বাইয়ে এক বন্ধুর বাসায় থাকছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

অবশ্য এবারই প্রথম বিচ্ছেদের গুঞ্জন উঠল না। এ বছরের শুরুর দিকে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে।

ফেব্রুয়ারিতে সুস্মিতা সেনের একটি ইনস্টাগ্রাম-পোস্ট ভক্তদের উদ্বিগ্ন করে। পুরুষ ও নারী বিষয়ে তাঁর পোস্টটি ভক্তমনে নানা প্রশ্নের জন্ম দেয়। সুস্মিতাভক্তদের একাংশের সন্দেহ, তবে কি রহমানের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে ওই পোস্টে?

তবে গেল নভেম্বরে রহমান একটি পুরোনো অন্তরঙ্গ ছবি শেয়ার করে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।

২০১৮ সালে শিল্পা শেঠির দীপাবলি পার্টিতে প্রথম প্রকাশ্যে আসেন সুস্মিতা-রহমান জুটি। রহমান পেশায় মডেল।

এক সাক্ষাৎকারে রহমান জানান, সুস্মিতা ও তাঁর দুই মেয়ে রিনি ও আলিশার সঙ্গে তাঁর বন্ধন দৃঢ় এবং এরই মধ্যে পারিবারিক জীবনযাপন করছেন। সাবেক এ বিশ্বসুন্দরী তাঁর জীবন বদলে দিয়েছেন। রহমান তারকা হতে চেয়েছিলেন, কিন্তু পরে পরিকল্পনা বদলে ফেলেন এবং ব্যবসায়ে মনোযোগ দেন।

রহমানের ভাষ্যে, “সুস্মিতা, তাঁর মেয়েরা এবং আমি এরই মধ্যে পরিবার। কখনো আমি বাচ্চাদের বাবা, কখনো তাদের বন্ধু এবং একই সময়ে খুনসুটি করি। স্বাভাবিক পরিবারের মতো জীবনযাপন করি এবং আমরা সেটা উপভোগ করি। তাই ‘আপনি কবে বিয়ে করছেন’, এ প্রশ্ন নিয়ে ভাবিত নই। যদি বিয়ে করি, তবে আমরা তা লুকাব না। এখন আমরা ওর ওয়েব সিরিজের সাফল্য উপভোগ করছি।”

সুস্মিতা ও রহমানের বন্ধন অটুট থাকবে, এ প্রত্যাশা করেন যুগলের অনুরাগীরা।

Back to top button