বিনোদন

সম্পর্কে ভাঙ্গন! ‘ঠাস করে দেব একটা’ নিজের প্রেমিককে প্রকাশ্যে মারার হুমকি দিলেন ‘সাঁঝের বাতি’-এর ‘চারু’

সকলের প্রিয় চারু। খুবই সাধাসিধে ও একজন সরল মনের মানুষ। দর্শক তার এই আচরণেই তাকে ভীষণ ভালোবাসে। কিন্তু বাস্তব জীবনে এই মেয়ে পুরো উল্টো। পর্দার ওপারে যতটা শান্ত, কিন্তু পর্দার বাইরে একদম দুস্টুমীতে ভরা এই ষ্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক ‘সাঁঝেরে বাতি’-র চারু অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায়। ধারাবাহিকে সকলে চারুকে শান্ত ও ঠান্ডা মাথার মেয়ে বলেই বেশি পছন্দ করে। অভিনয় ছাড়াও অভিনেত্রী ঘুরতে বেশ পছন্দ করেন। তাই মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন।

অভিনেত্রী রিল লাইফে বিবাহিত হলেও রিয়টেল লাইফে কিন্তু বিবাহিত নন। তবে প্রেম করেন না তা কিন্তু নয়। লাইফ পার্টনার ঠিক করা হয়ে গেছে অভিনেত্রীর। তিনিও একজন অভিনয় জগতের মানুষ। পাত্রের নাম শায়ন্ত মোদক, নিজেই জানিয়েছেন অভিনেত্রী। দের প্রেমের কথা টলিপাড়ায় কারোর অজানা নয়। সায়ন্ত ও দেবচন্দ্রিমার প্রেমের সূত্রপাত রিল লাইফে প্রেম করতে করতে হয়। কালারস বাংলা-র ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বিশেষ বন্ধুত্বের সূত্রপাত। কিন্তু নিজেদের ভালোবাসার কথা ৩ বছর পর ২০২০র ১৪ ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আনেন।

ঘুরতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে। দেবচন্দ্রিমা-সায়ন্তর একটি ইউটিউব চ্যানেলও আছে। এছাড়া দেবচন্দ্রিমা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। তিনি প্রায়শই নিজের এবং বয়ফ্রেন্ডের সাথে নানান ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। কয়েকমাস আগেই বয়ফ্রেন্ডের সাথে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী।সেখানে বয়ফ্রেন্ডের সাথে রোমান্টিক মুডেই ছিলেন অভিনেত্রী।

বর্তমান করোনার কারণে দেশ অসুস্থ। দেশ মাতাকে সুস্থ করতে সরকার একের পর এক কর্মসূচি গ্রহণ করছেন। মানুষকেদ সুস্থ রাখতে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এদিন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় অংশ নেন ভ্যাকসিন প্রক্রিয়ায়। মুখে মাস্ক পরে উপস্থিত হন ভ্যাকসিন নিতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এদিকে তার ছবিতে প্রেমিক সায়ন্ত মোদক মজার চলেই কমেন্ট করে বসেন,”বিরল ছবি, ভাইরাস নিচ্ছে ভ্যাকসিন”। প্রেমিকা দেবচন্দ্রিমাকে সায়ন্ত ভাইরাস বললেন? মজার চলে করা এই কমেন্টের উত্তরে প্রেমিকা লেখেন,”ঠাস করে দেবো একটা”। মুহূর্তেই তাদের এই কথোপকথন ভাইরাল হয়ে যায়।

Back to top button