‘বোনুয়া’ মিমিকে ছেড়ে শ্রাবন্তী-তনুশ্রীর সাথে ঘনিষ্ঠতা, নুসরতকে তুমুল কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ

অভিনেত্রী নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে গুঞ্জন। সেপ্টেম্বরেই তিনি সন্তান নিয়ে আসবেন পৃথিবীতে। আবার এদিকে অভিনেত্রী গুঞ্জনের মাঝেই নানারকম ছবি শেয়ার করে যাচ্ছেন। বর্তমান বেশিরভাগ সময়ই থাকছেন খবরের শিরোনামে। তাকে নিয়েই উত্তাল টলিপাড়া। এর মধ্যেই তিনি কিইছুদিন আগে অভিনেত্রী শ্রাবন্তীর সাথে তার ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় ও একসাথে ছবি শেয়ার করার জন্য নেটিজেনরা নানারকম কথা শুনিয়েছিল।
আবার তিনি উঠে আসলেন শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি প্রকাশ পেয়েছে। পাশাপাশি তার বোনুয়া মিমির সাথে নুসরতের সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছে। সম্প্রতি তনুশ্রী তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তনুশ্রী, শ্রাবন্তী ও নুসরতকে ঘিরে রয়েছে হলুদ রঙের আলো। তবে মিমিকে নুসরতের ছবিতে লাইক দিতে দেখা যায়।তনুশ্রী ও শ্রাবন্তী কিন্তু আগে নুসরতের এত কাছের ছিলেন না। তবে কি যশ-এর মাধ্যমেই তাদের সাথে সম্পর্ক বাড়তে শুরু করেছে। কারণ যশ তো এবারে বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরে ছিলেন। অপরদিকে তনুশ্রী ও শ্রাবন্তীর সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা দেখে নেটিজেনরা ক্রমাগত ট্রোল করছেন নুসরতকে।
নুসরত জাহানের নানান খবর বর্তমান টলিপাড়ায় চর্চায় রয়েছে। খবরের শিরোনামে থাকা অভিনেত্রী বেশিরভাগ সময়ই সমালোচনার মুখে পড়েন। কিছুদিন আগেই তার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছেন, তিনি নুসরতের সন্তানের বাবা নন। এমনকি গত ৬মাস ধরে তাদের মধ্যে কোনোরকম সম্পর্ক নেই বলে জানিয়েছেন নিখিল জৈন। নুসরতের সন্তান প্রসঙ্গে নিখিল পরিস্কার করে জানান যে ওই সন্তান তার নয়।
View this post on Instagram