বিনোদন

ফের বিয়ে করতে চলেছেন ‘বং ক্রাশ’ আবির চট্টোপাধ্যায়! পাত্রী কে জানেন?

আবির চ্যাটার্জি মানেই সমস্ত বাঙালি মেয়েদের ক্রাশ। আবির চ্যাটার্জি নাম টাই যেন একটা শোরগোল ফেলে দেয়। কখনো তার ফটোশুট কখনো তার ডায়লগ সিন কখনো তার সিনেমা প্রতিদিন কোন না কোনভাবে খবরে আসতেই থাকেন। ব্যোমকেশের চরিত্র তাকে ছাড়া অসম্পূর্ণ!

তবে এবার অভিনেতার ব্যক্তিগত জীবনে নিয়ে কথা উঠে এলো সোশ্যাল মাধ্যমে। আবির চ্যাটার্জীর কেরিয়ার যেরকম বড্ড রঙিন তেমন আবির চ্যাটার্জির ব্যক্তিগত জীবন ও কিন্তু বেশ রঙিন। যদিও অসংখ্য নারী তার ক্রাশ কিন্তু নিজের স্ত্রীর প্রতি যে তার কতটা দায়বদ্ধতা ও ভালোবাসা আছে, তা সকলেই জানে। তবে এবার শোনা যাচ্ছে অন্যান্য তারকাদের মত আবির চট্টোপাধ্যায় নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে।

তবে পরিচালক অর্জুন দত্তের তত্ত্বাবধানে হবে এই বিয়ে। তাহলে বলে রাখি আবিরের এই বিয়ে রিয়েল লাইফে নয়, রিল লাইফে হতে চলেছে। যেখানে সাত পাকে বাঁধা থেকে শুরু করে সিঁদুর দান, সবই হবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর সাথে।

আগামী দিনে ‘ডিপ ফ্রিজ’ ছবিতে একসাথে দেখা যাবে তনুশ্রী এবং আবির চট্টোপাধ্যায়কে। জানা গেছে নববর্ষের পরেই ছবির শুটিং শুরু হয়ে যাবে।

Back to top button