সেক্সি কোমরের ভাঁজে ক্রপটপে ঝড় তুললেন ‘বম্বশেল’ মধুমিতা, ,মূহুর্তে ভাইরাল ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি পোস্ট করে ভক্তদের নজর কাড়েন মধুমিতা। কখনো শাড়ি পরে, আবার কখনো হট ড্রেসে, আবার কখনো বা উন্মুক্ত খোলা পিঠে।তবে মধুমিতা যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকুক না কেন তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।
মধুমিতা সরকারের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখলে চোখ কপালে উঠে যাবে।আর এবারও একটি ছবি পোস্ট করে ভাইরাল হলেন অভিনেত্রী মধুমিতা সরকার।পুজোর রেশ কাটতে না কাটতেই মধুমিতা তার হটনেস ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে । আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
সেই ভাইরাল হওয়া ছবিটিতে মধুমিতা পরণে নীল ডেনিম, সঙ্গে ক্রপ টপ, হাতে ঘড়ি পরে দেখা গিয়েছে। মধুমিতার এমন একটি ছবি দেখতে ভিড় পরে যায় ভক্তদের।ছবিটি দেখে যেন নজর সরাতে পারেন না কোনো ভক্ত। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
মধুমিতা তার চিকন কোমরের ভাঁজে যেমন উষ্ণতা ছড়িয়েছেন। ঠিক তেমনই মধুমিতার ক্যাপশনেও বেশ নজর কেড়েছে ভক্ত-নেটিজেনদের। মধুমিতা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি জানি’। নিজের জায়গাটা যে মধুমিতা আরো একবার সকলকে বুঝিয়ে দিয়েছেন তা আর বুঝতে বাকি নেই।