বলিউডের সুপারহিট ৮ নায়িকা, যারা বক্স অফিস কাঁপিয়েছেন একাই
বহুকাল ধরেই বলিউডের নায়কদের জনপ্রিয়তার বিচারে টক্কর দিয়ে এসেছে বলিউডের নায়িকা। সেই ধারা আজও বজায় রয়েছে। আজকের প্রজন্মেও বলিউডে এমন অভিনেত্রীরা রয়েছেন যারা বক্স অফিস কালেকশনের নিরিখে টক্কর দিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতাদের। নিচে কয়েকজন তারকা অভিনেত্রীদের নাম দেওয়া হল-
আলিয়া ভাট: বর্তমান সময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন আলিয়া ভাট। তার কাঁধে ভর করে বলিউডের বহু ছবি বক্স অফিসে কামাল দেখিয়েছে। যার মধ্যে অন্যতম হল রাজি ছবিটি। যার বক্স অফিস কালেকশন ছিল ১৯৭ কোটি টাকা।
তাপসী পান্নু: আলিয়ার মতো অভিনেত্রী তাপসী পান্নুর জনপ্রিয়তাও কম নয়। তার বেশ কিছু ছবিও বক্স অফিসে ব্যাপক সাফল্য এনে দিয়েছে। তবে তার সফল ছবিগুলোর মধ্যে অন্যতম হল ‘পিঙ্ক’। এই ছবিটির মোট বক্স অফিস কালেকশন ছিল ১৫৭ কোটি টাকা।
শ্রীদেবী: বলিউডের খুব পরিচিত মুখ হল শ্রীদেবী। আশি এবং নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। বিশ শতকেও যে তার জনপ্রিয়তা কোনও অংশে কমেনি সেটা প্রমাণ হয়েছিল ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি দিয়ে। এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১০২ কোটি টাকা।
কঙ্গনা রানাউত: বলিউড নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে সফল ছবি দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার সফল ছবিগুলোর মধ্যে অন্যতম হল ‘কুইন’। এই ছবির মোট বক্স অফিস কালেকশন ছিল ৯৭ কোটি টাকা।
বিদ্যা বালান: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হলেন বিদ্যা বালান। তার অভিনীত ‘কাহানী’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবিটির মোট বক্স অফিস কালেকশন ছিল ৯১ কোটি টাকা।
প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড ও হলিউড দুই জায়গাতেই নিজের মজবুত জায়গা তৈরি করেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার বেশ কিছু ছবি বক্স অফিসে যথেষ্ট সফল। যার মধ্যে অন্যতম হল মেরি কম-এর বায়োপিক। এই ছবির বক্স অফিস কালেকশন ছিল প্রায় ৮৬ কোটি টাকা।
কৃতি শ্যানন: আজকের প্রজন্মে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে নাম রয়েছে কৃতি শ্যাননের। বক্স অফিসে তারও বেশ কিছু ছবি সফল হয়েছে। যার নাম রয়েছে ‘মিমি’র। এই ছবির বক্স অফিস কালেকশন ছিল প্রায় ৭০ কোটি টাকা।
রানি মুখার্জি: খ্যাতি ও জনপ্রিয়তার নিরিখে সব সময় শীর্ষে থেকেছেন রানি। বক্স অফিসে তারও বেশ কিছু ছবি সফল হয়েছে। তার মধ্যে অন্যতম হল ‘মর্দানি’। এই ছবির বক্স অফিস কালেকশন ছিল প্রায় ৫৭ কোটি টাকা।