বলিউডে মাদক যোগ, এবার সারা আলী খান -রাকুলপ্রীত দের সমন পাঠাচ্ছে NCB

নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলিউডের মাদক যোগের তদন্তে নেমেছে বেশ কোমর কষেই। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পর এবার মাদক কারাবরের তদন্তে তলব করা হয়েছে বলিউডের প্রথম সারির নায়িকা ও সইফ আলী খানের কন্যা সারা আলী খানকে। শুধু তাই নয় এর পাশাপাশি তলব করা হবে বলিউডের আর এক অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও সিমোন খাম্বাট্টাকে।
প্রসঙ্গত উল্লেহনীয় যে সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত করতে গিয়ে উঠে আসে মাদকম সংযোগের বিষয়। আর এরপরেই জিজ্ঞাসাবাদের পর মাদক কারবারের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। সেই সাথে গ্রেফতার করা হয় তার ভাই সহ মোট ১৮ জনকে।
জানা যায় যে এনসিবির জেরাতে বেশকয়েকজন বলিউড সেলেব্রিটির নাম উল্লেখ করেছেন রিয়া চক্রবর্তী। আর সেই তালিকায় মাদক মাদক সংশ্লিষ্টতা তদন্তে উঠে আসে ২৫ জন সেলেব্রিটির নাম। এই মুহূর্তে বাইকুল্লা জেলে বন্দি আছেন রিয়া চক্রবর্তী।
অপরদিকে মাদক যোগের তদন্তে রাকুলপ্রীতের নাম উঠে আসার পরেই বলিউড এই অভিনেত্রী দ্বারস্থ হয়েছেন দিল্লি হাইকোর্টের। তিনি অভিযোগ করে জানান যে এই মামলায় তাকে জড়িয়ে যেভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে তাতে তার মানহানি করা হচ্ছে। আর তারপরেই কেন্দ্র সরকারকে নোটিস পাঠায় হাইকোর্ট সেই সাথে নোটিস পাঠানো হয় নিউজ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন, প্রসারভারতী, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকেও।