বিনোদন

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদ বলিউড অভিনেত্রীকে, টানা ৫ ঘণ্টা জেরার মুখে শ্রীলঙ্কাসুন্দরী জ্যাকুলিন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এই করোনা কালে অনেক শিক্ষা নিয়েছেন। উপলব্ধি করেছেন জীবনের প্রত্যেকটা মূহুর্ত। তাই এই প্রসঙ্গে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ‘করোনা মহামারি আমাকে জীবনের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছে। প্রতিটি দিনই যে মূল্যবান, এ শিক্ষা আমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করেছি ।

ইডি গতকাল বলিউড এই অভিনেত্রীকে থেকে পাঠিয়েছে ২০০ কোটি টাকা অর্থপাচার মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে ইডি তাদের দপ্তরে টানা ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসেন সালমান খানের কাছের বান্ধবী বলে পরিচিত এই নায়িকা।

তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিযুক্ত হিসেবে নয় সেই মামলায় জড়িত সুকেশ চন্দ্রশেখর নামক এক ব্যক্তির বিরুধ্যে সাক্ষী দেওয়ার জন্য। টানা ৫ ঘন্টা জেরায় জ্যাকুলিন ইডিকে দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
প্রসঙ্গত, জ্যাকুলিন বলিউডে পা রাখেন আলাদিন সিনেমার মাধ্যমে। তারপর েকে েকে তিনি অভিনয় করেছেন বলিউডের সালমান খান ও অক্ষয় কুমার থেকে বর্তমান প্রজন্মের সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফদের সঙ্গে।

এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ভূত পুলিশ’, ‘অ্যাটাক’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’র মতো আলোচনায় থাকা সিনেমা।

Back to top button