বিনোদন

কোমরের ভাঁজে ফুটন্ত যৌবন! ভেজা শরীরে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী, চাবুক ফিগারে চোখ আটকে ফ্যানেদের

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

আর ভাইরাল হওয়া এই ভিডিওগুলো কখনো হয় হাসির কখনো হয় মানবিক কোনো আবেদনের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিভা প্রকাশের মাধ্যম হিসেবে বেঁচে নেন। তাইতো মাঝ্যেই মাঝেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম নাচের, গানের ও আবৃতির ভিডিও আর সেই সাথে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেলিব্রেটিদের বিভিন্ন ছবি ও ভিডিও।

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলায়া ফার্নিচারওয়ালার বেশ কিছু ছবি। হট, সেক্সি, সুন্দরী আলেয়া অভিনয়ের পাশাপাশি তাঁর মিষ্টি ব্যবহারেও দর্শকদের মন জয় করে নিয়েছেন ।যখনই পাপারাজ্জিদের ক্যামেরা তাকে ঘিরে ফেলে তখন তিনি হাসি মুখে পোজ দিয়ে থাকেন। কোনোৰককম রাগঢাক করেন না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী। যেখানে তাকে স্যুইমিং পুলে নামার ঠিক আগের মুহূর্তের দেখা যাচ্ছে। চাবুকের মতো ফিগারে সূক্ষ কাজ করা বাদামী বিকিনি । কোমরে মাখন নরম ভাঁজ । সেই সঙ্গে হালকা ভেজা শরীর। অভিনেত্রীর এমন ছবি দেখে যেন রাতের ঘুম উড়ে গিয়েছে নেটিজেনদের।এমনকি অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দেয় বেশ কিছু নেটিজেন ।

 

View this post on Instagram

 

A post shared by ALAYA F (@alayaf)

 

View this post on Instagram

 

A post shared by ALAYA F (@alayaf)

Back to top button