‘বাদাম কাকু’ খুঁজে পেলেন ‘বাদাম ওয়ালি’কে, ভুবন বাদ্যকারের নতুন গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
‘হায় লালা হায়, তোকে গান শোনাবো আয়…’ নতুন এই গানটি শুনেছেন নিশ্চয়ই? আর যদি না শুনে থাকেন বেজায় মিস করবেন কিন্তু। ভাবছেন গানটি কার গাওয়া? দাঁড়ান গানটির টাইটেল শুনলে নিশ্চয়ই আন্দাজ করতেন পারবেন। গানটির নাম ‘বাদামওয়ালী’।
ঠিকই ধরেছেন বিখ্যাত গায়ক ভুবন বাদ্যকারের (Bhuban Badyakar) নতুন গান ‘বাদামওয়ালী’। ভুবন বাবুর সাথে গান গেয়েছেন গায়ক স্বপন কুমার মাল। ভিডিওটি বেশ সুন্দর ভাবেই সাজানো হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মেয়ে বাদাম বেঁচবার জন্য যাচ্ছে, তখনি বেশ কয়েকজন যুবক নাচ গান শুরু করে। ভুবন বাবুকে ভিডিওর মাঝে সম্পূর্ণ রেকর্ডিং এর মুডে দেখা গেল।
‘তুই আমার বাদামওয়ালী, আমিও তোর বাদামওয়ালা রে’ বিখ্যাত এই লাইন এখন মুখে মুখে ঘুরছে আট থেকে আশির। ‘T-20 Music & Masti’ নামের ইউটিউব (Youtube) ইউটিউব চ্যানেল থেকে এই গানের ভিডিও আপলোড করা হয়েছিল। ৯ লক্ষের বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। তার সাথেই নেটিজেনদের দারুন সুন্দর সুন্দর কমেন্ট এসেছে।
‘অসাধারণ হয়েছে গানটা’ লিখেছেন এক নেটিজেন। ‘এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, আশা করি আপনি আপনার যোগ্য জায়গাতে পৌঁছতে পেরেছেন’ – আরেক নেটিজেনের বক্তব্য। তবে অনেকে আবার জানতে চেয়েছেন সিনেমার গানে কবে প্লে ব্যাক করতে চলেছেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রিতে কবে তাকে দেখা যাবে সে তো সময়ই বলে দেবে।