বিনোদন

“হ্যাঁ, ভাগ্যলক্ষ্মী সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে”—সিরিয়াল বন্ধের পাকা খবর জানিয়ে দিলেন অভিনেতা

মার্চ মাসের শুরুর দিকে ‘শ্রীময়ী’ সিরিয়াল বন্ধের খবর ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল সেই খবর। আর এবার শোনা যাচ্ছে ষ্টার জলসার আর একটি জনপ্রিয় সিরিয়াল ‘ভাগ্যলক্ষ্মী’ বন্ধের খবর।

৮ মাস আগে ষ্টার জলসায় সম্প্রচার শুরু হয়েছিল এই জনপ্রিয় সিরিয়ালের। তারপর থেকেই এই সিরিয়াল পৌঁছে গিয়েছিলো জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু হঠাৎ করেই এই সিরিয়াল বন্ধের খবরে কপালে চিন্তার ভাঁজ সিরিয়ালের কলাকুশলী ও শিল্পীদের।

জনপ্রিয় এই সিরিয়ালটির বন্ধ হওয়ার প্রসঙ্গে মুখ্য অভিনেতা ইনস্টাগ্রাম লাইভে এসে বলেন “হ্যাঁ। ভাগ্যলক্ষ্মী সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। আমার শেষ পর্বের শুটিং শেষ হয়ে গেছে। যারা এ সিরিয়ালটির সঙ্গে ছিলে, শুরু থেকে যারা আমাকে সাপোর্ট করেছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।”

একটি বাঙালি পরিবারের গল্পকে কেন্দ্র করেই এগোচ্ছিল সিরিয়ালটি। তিন ভাইয়ের সংসারে বড় বৌ হয়ে আসেন ভাগ্যলক্ষ্মী।কিন্তু বাড়িতে বড় বৌয়ের আগমন কেউই মেনে নেয়নি। কিন্তু পরবর্তীতে ভাগ্যশ্রীর বুদ্ধিতেই আসে সংসারে সুখ ও শান্তি। ভাগ্যশ্রীর বুদ্ধিতেই ঘুরে দাঁড়ায় তাদের পারিবারিক কাপড়ের দোকান ‘লক্ষ্মী স্টোর্স’।

Back to top button