বিনোদন

বিয়ের পরেই হানিমুন সারতে মালদ্বীপ উড়ে গেলেন বাঙালি গায়িকা মেখলা দাশগুপ্ত, ভাইরাল ছবি

সম্প্রতি বিয়ে হয়েছে টলিউডের জনপ্রিয় গায়িকা মেখলা দাশগুপ্তের (Mekhla Dasgupta)। শিলিগুড়ির ছেলে অর্কপ্রভর (Arkaprabha) সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন মেখলা। তাও অনেকদিন হল মেখলার বিয়ে, বউভাত কেটে গিয়েছে। বিয়ের পর পরই হানিমুন এখন বেশ ট্রেন্ডিং হয়ে গিয়েছে। তবে অনেক সদ্য বিবাহিত দম্পতিরা হানিমুন অনেকটা লেট করে গেলেও বর্তমানে এই ব্যাপারটা বিরল। সেলিব্রিটিদের এখন হানিমুন মানেই দেশ নয়, সুদূর বিদেশ। বলি থেকে টলি সকলেরই এখন পছন্দের ডেস্টিনেশন মালদ্বীপ(Maldives)।

ইতিমধ্যেই গায়িকা মেখলা দাশগুপ্তও পৌঁছে গিয়েছেন তাঁর হানিমুন ডেস্টিনেশন মালদ্বীপে। সেখান থেকেই গায়িকা একের পর এক ফ্যাশন গোলস দিতে শুরু করেছেন ইতিমধ্যেই। নিজের সোশ্যাল মিডিয়ায়(Social Media) হানিমুনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মেখলা। সম্প্রতি ফের কয়েকটি ছবি স্বামীর সঙ্গে পোস্ট করলেন গায়িকা তাঁর ফেসবুক হ্যান্ডেলে।

যেখানে দেখা যাচ্ছে, হলুদ বর্ণের ওয়েস্টার্ন ফ্রক গায়ে জড়িয়ে হট বম্ব সেজে স্বামীর সঙ্গে কয়েকটি রোমান্টিক পোজে ধরা দিতে তাঁকে। বোঝাই যাচ্ছে, নীল জলারাশি ঘেরা কটেজগুলিতে আছেন তাঁরা। কখনও নীল জলারাশিকে ব্যাকগ্রাউন্ড করে স্বামীর সঙ্গে সুন্দর পোজ দিচ্ছেন গায়িকা আবার কখনও গাছের তলায় দাঁড়িয়ে মনের আনন্দে ক্যামেরাবন্দি হচ্ছেন তাঁরা।

Back to top button