বিনোদন

উন্মুক্ত বক্ষ-বিভাজিকা, ছবি পোস্ট করতেই নেটিজেনদের নোংরা মন্তব্যের শিকার বাঙালি অভিনেত্রী মধুমিতা

বর্তমান সময়ের টলিউডের একজন অন্যতন নায়িকা হলেন মধুমিতা সরকার। সিনেমাপ্রেমীদের জন্য বড়দিনের আগেই নিয়ে এসেছিলেন নতুন চমক। ২০২০ সালের শেষ সপ্তাহে করোনা আবহেই অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় ছবি ‘চিনি’ ক্রিস্টমাসে রুপোলি পর্দায় মুক্তি পেলো। সিনেমার পরিচালক মৈনাক ভৌমিক। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মা ও এক মেয়ের দুস্টু মিষ্টি গল্প।

টলিউড ফ্যাশানের একটি অন্যতম নাম হচ্ছে মধুমিতা সরকার। অভিনয়ের পাশাপাশি নিজের বোল্ড ফটোশুটে মাতিয়ে রাখছেন ফ্যানেদের। ফ্যানেদের মনের গভীরে জায়গা করে নিয়েছেন তিনি । অভিনেত্রীর সিরিয়ালের আগের রূপ ছেড়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে গ্রুম করেই নিজেকে অন্য রুপে হাজির হয়েছেন। আর এই রুপ দেখে ঘায়েল সকলে। আর এই রুপ দিয়ে এখন অভিনেত্রী টলিউডের হট ডিভা।

কখনো শাড়ি তো কখনো শটস পড়েই হাজির হন মধুমিতা। আর সবেতেই নিজেকে সাবলীলভাবে উপস্থাপনা করতে বেশ পটু হয়ে উঠেছেন নায়িকা। আর নিজের দিকে ফোকাস রাখতে হয় তা ভালো করেই জানেন অভিনেত্রী মধুমিতা সরকার ।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নেটিজেনদের নজর করেছেন এই বাঙালি অভিনেত্রী।

ছবিটিতে মধুমিতার ক্লিভেজে চোখ আটকে নেটিজেনদের। আর এর পরই নেটিজেনদের নোংরা মন্তব্যের শিকার হন অভিনেত্রী মধুমিতা। লো ডিপ নেক টপ, গলায় স্কার্ফ পরে গত সোমবার মধুমিতা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে স্পষ্ট তার বক্ষ-বিভাজিকা।

অনেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই ছবির জন্য পেজে আনলাইক দিলাম। দিনের বেলায় ভয় পেয়ে গিয়েছি’।আবার অনেকে লিখেছেন, ‘আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার’।’আমি ভাবলাম কেউ ফাঁসি লেগে ঝুলে পড়ে আছে, পরে দেখলাম মধুমিতা’, এমন মন্তব্য করতেও দেখা যায় অনেককেই।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

Back to top button