বিনোদন

১৬ আনা বাঙালি সাজে, একরত্তি ছেলের সাথে নববর্ষ উৎযাপন করলেন বাঙালি অভিনেত্রী অপু বিশ্বাস

বাংলা টলিউডে অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৬ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনয় করার জন্য। অভিনেত্রীর প্রথম অভিনীত ছবি হল ‘কাল সকালে’। তারপর থ্যেকে একের পর এক টলিউডের সিনেমাতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি হল ‘দেবদাস’ এবং ‘মাই নেম ইজ খান’।এই দেবদাস ছবি অপু বিশ্বাস পার্বতীর ভূমিকায় অভিনয় করেন।

অপু বিশ্বাস যখন ক্যারিয়ারের উর্ধগগনে উঠতে ছিলেন তখন তিনি টলিউডের এক অভিনেতা শাকিবের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর অপু এবং শাকিব ২০০৮ সালে ১৮ এপ্রিল দুজনে লুকিয়ে বিয়ে করেন। বিয়ের পরেও তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেননি তারা। যখন তাদের মাঝে তাদের ছেলে আসে তারপর কয়েক মাস পরেই সকলকে জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা। অপু ছিলেন হিন্দু তবে বিয়ের পরে ধর্মান্তরিত হন। প্রেম-বিয়ে-সন্তান।বাংলাদেশের সুপারস্টার শাকিব আর তারকা অভিনেত্রী অপুর মধ্যে সম্পর্ক এভাবেই বেড়েছে। পরিবারের লোকেদের জানা থাকলেও গোটা পৃথিবীর কাছে তা ছিল অজানা।

কিন্তু এইভাবে লুকিয়ে চলতে চলতেব অভিনেত্রী আর চুপ থাকতে পারছিলেন না। তিনি প্রকাশ্যে নিয়েও আসেন তাদের এই রহস্য। ২০১৭ সালে বাংলাদেশের এক জনপ্রিয় টেলিভিশনে এসে অপু দাবি করেন,”শাকিব আমাকে সম্মান করেনি। আমাকে সামাজিক স্বীকৃতি দেয়নি। এখনও দেয়নি”। ২০০৮ সালে লুকিয়ে বিয়ে করেছেওন কিন্তু শাকিবের কথায় তিনি সবকিছু গোপন রেখে গেছেন। তবে নায়িকা বাবলির সাথে বিবাদ লাগায় তিনি আর চুপ থাকতে না পেরে প্রতিবাদ করেন।

কিন্তু তাদের এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এখন অপু তার বিয়ে ভেঙে যাওয়ার পর নিজের ছেলেকে নিয়ে বেশ খুশি। ছেলেকে মানুষও করছেন ও সিনেমাতে অভিনয়ও করে যাচ্ছেন অভিনেত্রী অপু। সম্প্রতি অভিনেত্রী বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সবকিছুর মাঝেও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। নববর্ষের দিন ছেলের সাথে একদম বাঙালি রান্না বান্না করে মা ছেলে মজা করে খেলেন। ছেলের সাথে কাটানো নানান মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। লিখলেন, “শুভ পয়লা বৈশাখ”।

Happy Pohela Boishakh 1428❤️🤍

Posted by Apu Biswas on Wednesday, 14 April 2021

Back to top button