বালিঝড় ধারাবাহিকে বৌভাত লুক সবার নজর কেড়েছে! মহার্ঘ্য-ঝোরার জুটি দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

ফের ছোট পর্দায় ফিরে এসেছে সেই লোকপ্রিয় জুটি টি।খড়কুটো সিরিয়ালের কৌশিক-তৃণা জুটি টি দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল। তাই এই জুটিকে ফের একবার পর্দায় দেখতে চায় দর্শক। দর্শকদের কথা অমান্য না করে তাদের আবার নিয়ে আসেন গল্পের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।রাজনৈতিক প্রেক্ষাপট কেন্দ্র করে তৈরি করা এই গল্পে দেখা যায় ত্রিকোণ প্রেমের কাহিনী।
এই ধারাবাহিকে দেখানো হচ্ছে যে সমুদ্র সেন নামে এক বড় রাজনীতিবিদ এর মেয়ে ঝোরা! আর সেই রাজনীতিবিদের চোখের মনি তাঁর প্রিয় পাত্র মহার্ঘ্য। গল্পে দেখানো হচ্ছে, ঝোরা ভালবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিস’কে, তাকেই বিয়ে করতে চায়, কিন্তু অন্যদিকে ঝোরার সঙ্গে মহার্ঘ্যরই বিয়ে দেবেন বলে ঠিক করেছেন ঝোরার বাবা সমুদ্র সেন। এমনকি সর্বসম্মুখে বিয়ের কথা ঘোষণাও করেছেন তিনি।এই ঘোষণা শুনে স্রোত ঝোরার ওপর রেগে যায় , এই ঘোষণা শোনার জন্য ঝোরা তাকে কেন ডেকেছিল এই কারণে। অন্যদিকে মহার্ঘ্যকে ভুল বোঝে ঝোরা। সে ভাবে রাজত্ব পাওয়ার জন্য মহার্ঘ্য এসব করছে ।ঝোরার জন্য কষ্ট পাচ্ছে এই ধারাবাহিকের দুই নায়ক।
মহার্ঘ্যর সঙ্গে বিয়ের রাতে ঝোরা বাড়ি থেকে পালিয়ে যায় ।পালিয়ে যায় স্রোতের বাড়িতে। সেখানে আগের থেকেই তৈরি ছিল বিয়ের আসর। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ নিয়ে এসে হাজির হন ঝোড়ার বাবা সমুদ্র সেন, ঝোরার মা ও মহার্ঘ্য।পুলিশের কাছে স্রোতের বিরুদ্ধে তাঁদের মেয়েকে তুলে নিয়ে আসার অভিযোগে জানায়। এরপর স্রোতের বাড়ি থেকে তারা ঝোরাকে নিয়ে যান।যাওয়ার আগে ঝোরা স্রোতকে বলে যায় সে শুধুমাত্র স্রোত’কেই ভালোবাসে। অসমাপ্ত এই প্রেম কাহিনী দেখে দর্শকদের চোক জল এসে যায়। অবশেষে মন ভাঙা নিয়ে মহার্ঘ্যর সঙ্গেই বিয়ে করে ঝোরা ।
আর এই বিয়েতে পরনের পোশাক দর্শকদের মন কেড়ে নিয়েছে।আর তারই সাথে মহার্ঘ্য-ঝোরা জুটি দর্শকদের মন জিতে নিয়েছে।বালিঝড় দর্শকদের কাছে সেই সাজ অনেক প্রিয় হয়ে উঠেছে। ভক্তরা ছবি পোস্ট করে লিখেছেন, “বালিঝড় বৌভাত লুক। সেরার সেরা ড্রেস লুক দিচ্ছে সবাইকে।” মহার্ঘ্য-ঝোরা তো বটেই এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকদের কাছে খুবই প্রিয়। আর তাঁদের সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক।