বিনোদন

Google Search-এ সবার প্রথমে উঠে এলেন ‘বাংলাদেশের সুপারস্টার’ হিরো আলম!

জনপ্রিয় ও সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google -এ বাংলাদেশের সুপারস্টার লিখে যদি সার্চ করা হয় তাহলে সবার প্রথমেই চলে আসছে হিরো আলমের নাম! আর এই নিয়েই এখন শল্পের বাংলাদেশ ও ভারতের বাঙালি নেটিজেনদের মধ্যে। গুগলের ফিল্টার অনুযায়ী সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীরা যাকে বেশি খোঁজেন তাদেরকেই তাদের সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে নিয়ে আসে। কারণ যার প্রতি মানুষের বেশি আগ্রহ থাকবে মানুষ তাকেই আগে খুঁজে পেতে চাইবে। সাধারণত গুগল একাধিকবার জানিয়েছে যে তারা মানুষের চাহিদা কে গুরুত্ব দিয়েই তাদের ব্যবসা করে থাকে।

তাই গুগলে যদি কেউ Bangladesh Film Superstar লিখে সার্চ করে তাহলে সবার প্রথমেই উঠে আসে হিরো আলমের ছবি। যদি ইমেজ অথবা ভিডিও কাস্টমাইজ করা হয় তবুও সবার প্রথমেই দেখতে পাওয়া যায় হিরো আলম কেই। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই ছবি ও ভিডিও গুলি একটিও হিরো আলমের ইউটিউব কাহ্নেল থেকে পোস্ট করা হয়নি।

হিরো আলমের ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর আর সেই ভিডিওটি এখনো পর্যন্ত ৫.৫ লক্ষ ভিউ হয়েছে। এমনকি সার্চ ইঞ্জিনের দ্বিতীয় ভিডিও কনটেন্ট টিও হিরো আলমের। আর সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে খুশ বায়ারওয়া নামের এক যুবকের ব্যক্তিগত চ্যানেল থেকে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য দীর্ঘ ৭ মাস পর সিনেমা হল খুলেছে বাংলাদেশে। আর সিনেমা হল গুলোতে চলছে এখন ‘সাহসী হিরো আলম’ নামক নতুন সিনেমা। আর গুগলের তথ্য অনুযায়ী নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই ইন্টারনেট দুনিয়ায় বেড়ে গেছে হিরো আলমের চাহিদা।

Back to top button