বিনোদন

‘বাহুবলি থালি’ এবার বাংলার রেস্তোরায়, শেষ করতে পারলে মিলবে নগদ ১৫ হাজার টাকা পুরস্কার

নাম শুনেই এক মুহূর্তে বোঝা যায় যে ‘বাহুবলি থলিতে’ থাকবে ভর্তি খাবার। আর সেই পাট ভর্তি থাকবে চিকেন, মটন, পোলাও, ফ্রায়েড রাইস এ। খাদ্যরসিকের জন্য রসনা মেটানোর থাকবে ভরপুর আয়োজন।

বিভিন্ন রেস্তোরাতে এই ধরণের থলিকে ডাকা হয় বিভিন্ন নামে কোথাও ডাকা হয় কুম্ভকর্ণ থালি আবার কোথাও ডাকা হয় দারা সিং খালি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পুনেতে অবস্থিত এক রেস্তোরার বাহুবলি খালি। আর সেখানে সেই খালি শেষ করার উপহার হিসেবে রাখা হয়েছিল বুলেট বাইক। তবে কলকাতায় বাইক উপহার না েোা হলেও দেওয়া হচ্ছে নগদ মোটা টাকা পুরুস্কার। কলকাতার এই রেস্তোরায় আয়োজিত বাহুবলি থালার খাবার ৪৫ মিনিটে খেয়ে শেষ করতে পারলে নগদ পুরুস্কার হিসেবে দেওয়া হবে ১৫ হাজার টাকা। আর যদি খেতে না পারেন তাহলে থলির যা দাম হবে তা মিটিয়ে দিতে হবে।

একঝলকে দেখে নিন কি কি থাকছে এই থালিতে?

১. চিকেন বিরিয়ানি
২. মটন বিরিয়ানি
৩. ভেজ ফ্রাইড রাইস
৪. স্টিমড রাইস
৫. ভেজ পোলাও
৬. লাচ্ছা পরোটা
৭. খিচুড়ি
৮. ডাল ফ্রাই
৯. ডাল মাখনি
১০. চিলি পটেটো
১১. মিক্সড ভেজ
১২. ভেজ মাঞ্চুরিয়ান
১৩. পনির দোপেয়াজা
১৪. ডিম কারি
১৫. ফিস কালিয়া
১৬. চিকেন কোর্মা
১৭. চিলি চিকেন
১৮. রাজমা
১৯. রায়তা
২০. গ্রিন স্যালাড
২১. চাটনি
২২. খির
২৩. পাঁপড়
২৪. মুঙ ডাল হালুয়া
২৫. কুন্দানি লাড্ডু
২৬. বাটার মিল্ক
২৭. ফ্রেশ লাইম সোডা
২৮. রোস লস্যি
২৯. রূহ-আফজা
৩০. আইসক্রিম

প্রতিযোগিতায় যেতে চাইলে আপনার জন্য রইলো রেস্তোরাঁর ঠিকানা: The New Normal Cafe & Kitchen , Salt Lake, Sector 1, BA Block, Kolkata

Back to top button