বাড়ি থেকে দূরে, কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করলেন ‘ধড়ক’ খ্যাত জাহ্নবী
বলিউডে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। তিনি শ্রীদেবী কন্যা হিসেবে বলিউডে পা রাখলেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে তৈরী করেছেন এক স্বতন্ত্র পরিচয়। খুব শিগ্রই মুক্তি পেতে চলেছে জানভী অভিনীত নতুন সিনেমা ‘রুহি’। এই ছবিতে জানভী কাপুরের বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও।
শনিবার ছিল বলিউড এই নায়িকার জন্মদিন। তিনি দেখতে দেখতে পা দিলেন ২৪ বছর বয়সে। জন্মদিনে তিনি বাড়ি থেকে অনেক দূরে শুটিং সেটেই জন্মদিনের কেক কাটলেন জানভী। তার আপকামিং সিনেমা ‘গুড লাক জেরি’র সেট থেকেই শেয়ার করলেন জন্মদিন সেলিব্রেশনের ছবি।
সেটের সহকর্মীদের সাথে কেক কেটেই কোরলেন তারা সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করলেন তার টুকরো ছবি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে টেবিলের উপরে রাখা হয়েছে একটি ছোট্ট কেক। কেকের উপরে লেখা জেকে। আর পাশ থেকেই ভেসে আসছে কোলাহল। চারপাশে ছড়িয়ে পড়ছে উচ্ছাস। বাড়ি থেকে দূরে সহকর্মীদের সাথে জমে গেলো জন্মদিনের পার্টি। আর জন্মদিনের আগেই সুপারহিট হয়েছে ঝংভীর নতুন সিনেমা রুহির গান। দেখে নিতে পারেন আপনিও –
View this post on Instagram