Anurager Chowa: মিশকা আন্টিই তবে ঠিক! ঘরে ঢুকেই সূর্য-দীপাকে দেখে সব বুঝে গেল সোনা-রুপা
বহুবার দীপার কাছে হেরেও মিশকার লজ্জা নেই। তাই মিশকা কাঁটা দিয়ে কাঁটা তুলতে মোক্ষম চাল চেলেছে যাতে সূর্যকে সে হাসপাতাল থেকে নিয়ে যেতে না পারে । এমনকি শুধু তাই নয়, সোনার রুপার স্কুলে গিয়ে হেলথ ক্যাম্প করার বাহানায় সোনাকে তার বাবার কাছে নিয়ে যেতে চেয়েছে মিশকা। এবং সোনাকে বলেছে কাউকে কিছু না জানাতে। রূপাকেও যাতে সোনা কিছু না বলে সেটাও জানিয়েছে মিশকা সোনাকে।মিশকা সোনাকে স্কুল থেকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার ছলে ছলে দীপার বাড়িতে নিয়ে যায়।
কিন্তু ঠিক সময়েই রুপা তার দিদিভাই অর্থাৎ লাবন্যকে নিয়ে সেখানে পৌঁছে যায় । এবং সে মিশকাকে সেখানে দেখে, লাবণ্য তার আসল উদ্দেশ্য বুঝতে পারবে।এবং মিশকাও সেখান থেকে চলে যায়। এরপর ঘটে অঘটন।
যদিও তার আগে সূর্যের ভাই জয় চায় না যে সোনা ও রুপা তাদের বাবা মা কে এখানে দেখুক। তাই সে সূর্যের সব জিনিস সরিয়ে দেয় এবং সূর্য ও দিপাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু সূর্য ও দীপা তাদের মেয়েকে একবার চোখের দেখা দেখতে চায় এবং সেখান থেকে যেতে চায় না। এরপর জয় তাদের দুজনকে সরিয়ে দেবে ঠিক ওই সময়ই সোনা রুপা ঘরে ঢোকে এবং সূর্য দিপাকে দেখে। এরপর বলে তাহলে মিশকা আন্টিই তবে ঠিক বলেছে বাবা মা একসঙ্গে আছে।