বিনোদন

৩৭ বছরের ছোট জসলিনকে বিয়ে করলেন অনুপ জালোটা, জল্পনা শুরু নেটদুনিয়ায়

ভারতের পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক অনুপ জালোটা তার থেকে ৩৭ বছরের ছোট ছাত্রী কে কি বিয়ে করেই ফেললেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জাসলিনের পোস্ট করা একটি ছবি ঘিরে শুরু হয়েছে সেই জল্পনা।

জাসলিনের পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে জাসলিন ও অনুপ জালোটা কে বর-কনের বেশে। ছবিতে জাসলিনের পরনে আছে গোলাপি রঙের বিয়ের পোশাক ও মাথায় চূড়া। অপরদিকে পাশেই দেখা যাচ্ছে মাথায় পাগড়ি ও শেরওয়ানি পরে আছেন গায়ক অনুপ জালোটা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি প্রসঙ্গে এবার মুখ খুলেছেন অনুপ জালোটা। তিনি এই বিতর্ক প্রসঙ্গে বলেন ‘ছবিটা দেখে আপনারা যেমনটা ভাবছেন, আদপে তেমন বিষয় নয়। ছবিটি আমাদের আপকামিং সিনেমা ‘ওহ মেরি স্টুডেন্ট হ্যায়’ এর। ছবিতে এটি একটি স্বপ্নের দৃশ্য। যেখানে জসলিন বিয়ে করছেন, আর আমি ওর বাবা। বিয়ের অনুষ্ঠানে পিতৃগণও পাগড়ি পরে থাকেন। ‘

অনুপ জালোটা আরও বলেন ‘ছবিটি একেবারেই নকল নয়, এটি শুটিং সেটের ছবি। ছবির কাজ প্রায় শেষ, শুধু দুদিনের শুটিং বাকি রয়েছে। তবে ছবিটিকে ভুলভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে।’

প্রসঙ্গত উল্লেখনীয় ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস-১২’চলাকালীন জোসলিন মাথারুর সাথে অনুপ জালোটার সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়। বিগ বসে জোসলিন অনুপ জালোটার প্রেমিকা হিসেবেই অংশ গ্রহণ করেছিলেন। যদিও পরবর্তীতে অনুপ জালোটা জানিয়ে দেন যে জাসলিন তার মেয়ের মতো। প্রসঙ্গত উল্লেখনীয় জাসলিন অনুপ জালোটার কাছে দীর্ঘদিন ধরেই গান শেখেন।

Back to top button