বিনোদনভাইরাল ভিডিও

‘ধক ধক কারনে লাগা’ গানে অসাধারণ নেচে মঞ্চ মাতালেন অঙ্কুশ-শুভশ্রী, নেট দুনিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও

বর্তমানে বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স বাংলা ডান্স’। শনি ও রবিবার রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হয় এই শো। এই ডান্স রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মিঠুন চক্রবর্তী। এতদিন কী কারণে তাকে দেখা যায়নি সেই নিয়ে নানান জলঘোলা হয়েছে।

তবে, বর্তমানে মিঠুনকে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও দেখা যাচ্ছে। ‘মহাগুরু’ ছাড়াও বিচারকের আসনে দেখা যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি, মৌনী রায় ও শুভশ্রী গাঙ্গুলিকে। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

আর অঙ্কুশ মানেই শোতে কমেডির কোনো খামতি থাকে না। প্রতিদিনই নতুন নতুন টপিক নিয়ে হাজির হয়। আর এবার মঞ্চের মধ্যেই শুভশ্রী ও অঙ্কুশকে নাচতে দেখা গেল। ‛ধাক ধাক কারনে লাগা’ গানে মঞ্চের মধ্যেই অঙ্কুশের সঙ্গে নাচে মাতলেন শুভশ্রী। অনুরাধা পাডোয়াল ও উদিত নারায়ণের গলায় গাওয়া এই গানটি আজও জনপ্রিয় সকলের কাছে।

আর এদিন ‛ডান্স বাংলা ডান্স’ শোতে সেই গানেই রোমান্টিক মেজাজে ধরা দিলেন অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী শুভশ্রী। এদিন শুভশ্রীর পরণে ছিল গোলাপি রঙের ব্লেজার। আর অঙ্কুশের পরণে রয়েছে পিচ কালারের ব্লেজার। সম্প্রতি তাদের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Back to top button