বিনোদন

জিৎ কে লেখা অমিতাভের পুরনো চিঠি ভাইরাল নেটদুনিয়ায়, ফ্যানেরা করছে প্রশংসা

টলিউড সুপারস্টার জিতের কাছে বলিউড মেগাস্টার অমিতাভ বাচ্চেনর পাঠানো চিঠি নেট দুনিয়ায় এখন ভাইরাল। অমিতাভের ভক্ত বলে পরিচিত টলিউড সুপারস্টার জিৎ ‘বোল বচ্চন’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন৷জিৎ সেই চিঠি সকলের সামনে শেয়ার করলেন নিজেই। আর এই ছবিতে কাজ করার উদ্যেশ্য ছিল গুরু অমিতাভের প্রতি জিৎ এর শ্রদ্ধা পোষণ আর অমিতাভ নিজেও জানেন সেই কথা।

অমিতাভ বচ্চন জিৎ কে তার ৫০ তম সিনেমা ‘শেষ থেকে শুরু’ র জন্য শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন। তাই বিনোদন জগতে জিৎ -অমিতাভের সম্পর্ক যেন গুরু -শিষ্যের মতো। অমিতাভ বচ্চন জিতের বেশ কিছু ছবি দেখেছেন বলে জানিয়েছেন নিজেই। তবে তাদের এই সম্পর্ক অনেক বছর আগের। জিৎ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম -এ সেই চিঠি পোস্ট করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

১৯৯৬ সাল থেকেই জিৎ তখন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন। সেই সময় জিৎ কলকাতা থেকে মুম্বাই অভিনয়ের টানেই ছুতে বেড়িয়েছেন। আর সেই সময় তারকাছে চিঠি আসে বিসিএলের পক্ষ থেকে৷ সেই সময় অমিতাভ বাচ্চনকর্পোরেশন একটি প্রতিযোগিতার শুরু করে সেই প্রতিযোগিতার নাম ছিল ষ্টারট্রাক। সেই প্রতিযোগিতার মূল উদ্যেশ্য ছিল নতুন অভিনেতাদের কাজের সুযোগ করে দেওয়া। আর সেই প্রতিযোগিতায় আবেদন করেন জিৎ এবং ডাক পেয়ে যান অংশ গ্রহণের জন্য

প্রতিযোগিতার প্রথম দফার জন্য চিঠি আসে তার কাছে। যে চিঠিতে জানানো হয় ইন্টারভিউ ও অডিশনের তারিখ। দিতে হবে অডিশন। নিজের অভিনয় প্রতিভা তুলে ধরার জন্য তার কাছে থাকবে কিছুটা সময়। আর সেই অল্প সময় অভিনয় করেই বুঝিয়ে দিতে হবে নিজের গুরুত্ব। আর সেখানে নির্বাচিত হলেই যেতে পারবেন স্টারট্রেক স্কুলে ও সেখান থেকেই টিভি মেগাজিন ও সিনেমায় কাজের সুযোগ পাবেন। আর সেই ইন্টারভিউয়ের তারিখ ছিল ১৯৯৬ সালের ৮ জানুয়ারী। আর ইন্টারভিউ নেওয়ার স্থান ছিল কলকাতার তাজ বেঙ্গল হোটেল।

পুরোনো সেই চিঠি দেখা গেলো জিতের ইনস্টাগ্রাম পেজে। সেই চিঠি শেয়ার করে জিৎ ক্যাপশনে লিখেছেন ‘‘যাকে ভরসা করবে, তিনিই ভরসা জোগাবেন৷’
এই চিঠি পাওয়ার পর কেটে গেছে অনেকগুলো বছর৷ জিতের জীবনে তারপর এসেছে বিশাল পরিবর্তন৷ তিনি এখন সুপারস্টার৷ তার কাজের প্রসংশা করেন বিগ-বিও৷ কোনও কিছুর প্রতি বিশ্বাস রাখলে সেই বিশ্বাস ফিরে আসে, এটাই যেন বোঝাতে চেয়েছেন জিৎ৷

Back to top button