বিনোদন

৫৪ -তে পা দিলেন অক্ষয় কুমার, দেখেনিন তার সেরা ৫ টি সুপারহিট সিনেমা

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের আজ ৫৪তম জন্মদিন। আজ (৯সেপ্টেম্বর) এই দিনটিতে অমৃতসরে ১৯৬৭সালে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার। তবে জানেন কি, অক্ষয় কুমার কিন্তু তার আসল নাম নয়। তার আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। বলিউডে অভিষেক হওয়ার পর রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে যান।বলিউডে অনেক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন অক্ষয়। তার মধ্যে সেরা ৫টি ছবি দেখেনিন-

১-হাউসফুল ৪
অক্ষয় কুমার অভিনীত এই সিনেমাটি ২০১৯সালে মুক্তি পেয়েছিলো সিনেমা হলে। বক্সঅফিসে নাকি এই সিনেমাটি ২০৫.৬০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই সঙ্গে বেশ প্রশংসাও কুড়িয়েছিল ছবিটি।

২-গুড নিউজ
২০১৯সলেই মুক্তি পাওয়া আরেকটি জনপ্রিয় সিনেমা গুড নিউজ। এই ছবিটি বক্সঅফিসে ১৯৬৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল।

৩-মিশন মঙ্গোল
অক্ষয় কুমার অভিনীত ‘মিশন মঙ্গোল’ সিনেমাটি বেশ নজর করেছিল ভক্তদের। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিলো বিদ্যা বালানকে। বক্সঅফিসে এই ছবিটি ব্যবসা করেছিল ১৯২৬৭ কোটি টাকা।

৪-কেশরী
অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী’ ছবিটিও যেন বাক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। ব্যবসা করেছিল ১৫১৮৭ কোটি টাকা। এই ছবিতে অক্ষয় কুমারের লুক নজর করেছিল ভক্তদের।

৫-২.০
এই সিনেমায় অক্ষয় কুমারকে দেখা যায় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্তকে টক্কর দিতে। সুপার ডুপার হিট এই ছবিটি বক্সঅফিসে ব্যবসা করেছিল ১৮৫৮৯ কোটি টাকা।

Back to top button