টু-পিস বিকিনিতে ঐশ্বরিয়া, দেখা মাত্রই আরাধ্যার ‘কার্বন কপি’ বলে তুলনা নেটিজেনদের

বলিউডের জনপ্রিয় সেলেব দম্পত্যি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন।তাদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। আরাধ্যা ছোট থেকেই বেশ লাজুক। পাপারাজ্জিদের ক্যামেরা সামনে এলেই সে হয়তো হাত দিয়ে তার মুখ চাপা দিয়ে থাকতো। নয়তো তার মা অর্থাৎ ঐশ্বরিয়ার হাত চেপে ধরতো। আর এখন সেই আরাধ্যাই বড় হয়ে উঠেছে। পাপারাজ্জিরা যতই তার সামনে আসুক না কেন সে দাঁড়িয়ে থেকে ক্যামেরায় পোজ দেয়।
ঐশ্বরিয়া এর আগে তার মেয়ে আরাধ্যার অনেক ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরাল হয়েছে রীতিমতো। তবে কিছুদিন আগে মামার বিয়েতে হাজির হয়েছিল আরাধ্যা।সেখানেই স্টেজে উঠে বাবা অভিষেক বচ্চনের ছবির গান দেশি গার্ল-এ ঝড় তুলেছিল আরাধ্যা।আর তারপরই তার সঙ্গে তাল মেলালো উপস্থিত থাকা প্রত্যেকেই।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি পুরোনো ছবি। যেখানে ঐশ্বরিয়া রাইকে দেখা যাচ্ছে, টু-পিস বিকিনিতে। এই ছবিটি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের। এমনকি ঐশ্বরিয়ার এই ছবি দেখা মাত্রই আরাধ্যার ‘কার্বন কপি’ বলে তুলনা করেছেন নেটিজেনরা। যদিও পরে স্টোরি থেকে ঐশ্বর্যর ছবিটি সরিয়েও নিয়েছেন সোনম।
নেটিজেনদের অনেকেই লিখেছেন, ‘খুব কমই কেউ ঐশ্বর্যর মতোন এত সুন্দর হতে পারবে’। অন্যজন আবার ‘সবচেয়ে সুন্দর অভিনেত্রী’। শুধু এতটুকুই নয়, ঐশ্বরিয়ার ওই ছবিটিতে আরো অনেকেই মন্তব্যে ভরিয়ে দেন। সেই ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।