পিয়াঙ্কার সাথে বয়সের পার্থক্য নিয়ে নিক জোনাস জানালেন এক বিশেষ তথ্য

প্রিয়াকে চোপড়ার বয়স ৩৭ এবং অপরদিকে নিক জোনাসের বয়স ২৭।তাদের বয়সের ফারাক নিয়ে নিক জানিয়েছেন, ‘ডোন্ট কেয়ার’।প্রিয়াঙ্কা নিকের থেকে ১০ বছরের বড় হলেও নিকের কাছে তিনি হলেন ‘ইটস কুল’।
এক রিয়ালিটি শো-তে নিক ও প্রিয়াঙ্কার বয়সের ফারাক নিয়ে কেলি জনসন মজা করতে শুরু করেন।নিকের থেকে প্রিয়াঙ্কা এক যুগ বড়, কেলির এই মন্তব্যে তাকে থামিয়ে দিয়ে নিক বলেন, আমার স্ত্রী বয়স ৩৭ বছর, অ্যান্ড ইটস কুল।” সেই প্রসঙ্গ থেকে বোঝা গেলো যে নিকের কাছে প্রিয়ঙ্কার বয়স শুধুমাত্র একটা সংখ্যা।
গত বছর এক সাক্ষাৎকারে নিক ও প্রিয়াঙ্কার বয়সের ফারাক নিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল।সেই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছিলেন, “দ্বিচারিতা করা মানুষের স্বভাব।যখন কোনো স্ত্রী তার স্বামীর থেকে ১০ বছরের ছোট হয় তখন তা স্বাভাবিক বলে মনে হয়।তবে তা উল্টো হলেই ভ্রু কুঁচকে যায় আমাদের।”
২০১৮-এর ডিসেম্বর মাসে নিক ও প্রিয়াঙ্কা হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে বিয়ে করেন।সেই সময় তাদের বয়সের ব্যবধান নিয়ে খুই জল ঘোলা করা হতো।তাদেরকে নিয়ে নানা ট্রোলও চলেছিল।নিক ও প্রিয়াঙ্কা বিবাহিত জীবন কাটাচ্ছেন নিজের শর্তেই।