প্রথম দুই ছেলের পর গর্ভের তৃতীয় সন্তান ছেলে না মেয়ে? প্রকাশ্যে আনলেন বলিউড নায়িকা লিজা

মা হওয়াটা যে কতটা আনন্দের সেটা একমাত্র নারীরাই জানেন। কিছুদিন আগেই মা হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী। যেই তালিকায় ছিলেন অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান, অনিতা হাসানান্দানি সহ আরো অনেকেই। তবে এবার মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিজা হেডেন। লিজা এর আগে দুই পুত্র সন্তানের মা হয়েছেন।একজনের নাম হ্যাক ও আরেকজনের নাম লিও। তবে এবার তার গর্ভের তৃতীয় সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লিজা হেডেন।
৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন ।এমনকি সোশ্যাল মিডিয়ায় লিজা জানিয়েছিলেন, এ বার ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৷ সেখানে দেখা যায় যে ছেলে জ্যাক বলছে, যে বোনের জন্য অপেক্ষা করছে সে! লিজার এক ছেলের বয়স ৩ ও আরেক ছেলের বয়স ১ বছর। তবুও যেন নিজেকে ফিট রেখেছেন অভিনেত্রী।
গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। এদিন ফের বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এসেছেন লিজা হেডেন। বাটন খোলা জিন্স আর অন্তর্বাসে পরিপূর্ণ গর্ভাবস্থা। সেই ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন তার গর্ভের তৃতীয় সন্তান ছেলে না মেয়ে। তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট নারীর সঙ্গে’। অর্থাৎ তিনি বুঝিয়েছেন দুই পুত্র সন্তানের পর এবার তিনি কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন।
View this post on Instagram