বাবার পর এবার মেয়ে, সিনেমার জগতে পা রাখছে অল্লু অর্জুনের কন্যা আরহা
একের পর এক হিট ছবি দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে দক্ষিণী সিনেমাগুলি। তবে শুধু দেশে নয়, বিদেশেও ভালো কালেকশন করছে দক্ষিণী ছবিগুলি। এবার দক্ষিণী ছবির হাত ধরেই ভারতে অস্কার এসেছে। দক্ষিণী সিনেমা ‘RRR’-এর ‘নাটু নাটু’ গানটি অস্কার পেয়েছে। তবে এখানেই শেষ নয়, এইবছর ফের বক্স অফিস কাঁপাতে আসছে আরও একাধিক দক্ষিণী ছবি।
যার মধ্যে অন্যতম হল ‘পুষ্পা ২’। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পুষ্পাঃ দ্য রাইজ’। এই ছবিতে পুষ্পার চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার আল্লু অর্জুন। তার যাদুতে গত বছর মুগ্ধ হয়েছিল গোটা দেশ। সারা বিশ্বে প্রায় ৩৭০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল আল্লু অর্জুন অভিনীত এই ‘পুষ্পা’ ছবিটি। এবছর একই ভাবে মুগ্ধ করতে আসছে আল্লু্ অর্জুন।
আশা করা হচ্ছে বক্স অফিসে সাফল্য এনে দিতে পারবে ‘পুষ্পা ২’। সম্প্রতি ‘পুস্প ২’-এর টিজার প্রকাশ্যে এসেছে। এছাড়া সামনে এসেছে ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুনের লুক। ইতিমধ্যেই এই সিনেমার টিজার ঝড় তুলে দিয়েছে নেট দুনিয়ায়।
তবে এবছর শুধু আল্লু অর্জুন নন, তার ছোট মেয়ে আরহাকেও দেখা যাবে সিনেমার পর্দায়। এই ছবির নাম ‘শকুন্তলম’। খুব ছোট বয়সেই সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছে আল্লু অর্জুনের ছোট মেয়ে। তার এই ছবিতে দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থাকে। তাছাড়া রয়েছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্তও।