বিনোদন
‘লক্ষ্মী কাকিমা’র পর আবার নতুন ধারাবাহিকে কামব্যাক করলেন অভিনেত্রী অর্পিতা মন্ডল

ছোট পর্দার দর্শকদের কাছে কমবেশি পরিচিত অভিনেত্রী অর্পিতা মণ্ডল। অভিনেত্রী “লক্ষ্মী কাকিমা সুপারস্টার” সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হন। অভিনেত্রী লক্ষ্মী কাকিমার বড় ছেলে দেবার স্ত্রী সোনার ভূমিকায় অভিনয় করেছিলেন। তার চরিত্রে অনেক কমেডি সূক্ষ্মতা ছিল, ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই।
তবে এই সিরিজ শেষ হওয়ার পর তাকে আর পর্দায় দেখা যায়নি। তার ফেরার অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। লক্ষ্মী কাকিমার পর অবশেষে আবারো নতুন ধারাবাহিকে ফিরে এসেছে অর্পিতা।
শীঘ্রই আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’। এই সিরিজে কামব্যাক করছেন অর্পিতা। সম্ভবত তিনি অভিষেকের বৌদির চরিত্রে অভিনয় করবেন । সম্প্রতি নতুন প্রোমোটে তাকে দেখে তার ভক্তরাও খুশি।