বিনোদন

বিজেপিতে যোগ দিয়েই নিজেকে স্বার্থপর বললেন মিঠুন চক্রবর্তী, কেন ছাড়লেন তৃণমূল?

দেখতে দেখতে মার্চের ৮ তারিখ চলে গেলো। ভোটের দিন এগিয়ে এসেছে। চারিদিকে জোরকদমে চলছে প্রস্তুতি। বিজেপি থেকে তৃণমূল সকলেই নিজেদের পাল্লা ভারী করার দিকে এগিয়ে চলেছে। চলছে প্রচার। গতকাল অর্থাৎ রবিবার ছিল বিজেপির জনসমাবেশ। ব্রিগেডে এদিন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিরত ছিলেন। খেলা খতম ডায়লগের সুরে বাংলা কাপান প্রধান মন্ত্রী। অন্যদিকে শিলিগুড়িতে ছিল তৃণমূলের জনসমাবেশ।

টলিউডের জগৎ বর্তমান দুটি ভাগে ভাগ হয়ে গেছে। বাংলার জনগণ পেলো আর একজন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বিজেপির পাশে। তবে সৌরভ গাঙ্গুলি না বিজেপি না তৃণমূল কোনো জায়গাতেও থাকছেন না। কিন্তু বিজেপি তুলে ধরেছে আরে বাংলার দাদাকে।

এদিন ব্রিগেডের সমাবেশে বাংলার দাদা অর্থাৎ মিঠুন চক্রবর্তী উপস্থিত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন। দর্শক ও শ্রোতাদের মধ্যে কেউ কেউ মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান নিয়ে কটাক্ষ করেছেন। মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের পর ফের ভাইরাল হয় ‘ টুম্পা সং’।সব স্বপ্ন হবে সত্যি বলছে মিঠুন চক্রবর্তী’ নিয়েও মস্করা শুরু হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। ভালোই চলছে চারিদিকে রং বদলের খেলা। কিন্তু অনেকের মনে প্রশ্ন দানা বাঁধছে যে কেন মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করলেন? এ নিয়ে জল্পনা তুঙ্গে।

মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান নিয়ে চারিদিকে শোরগোল বেঁধে যায়। সবার মনে একটাই প্রশ্ন কেন আসলেন গেরুয়া শিবিরে? কি উদ্দেশ্য? বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বক্তব্য,”আমি কাউকে খারাপ কথা বলতে চাই না। তবে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।” বিজেপিতে যোগদানের কারণ হিসেবে তিনি বলেন,”১৮ বছর বয়স থেকে মানুষের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছি। আমার মনে হয় এবার আমি মানুষের জন্য কিছু করতে পারব। এই মুহূর্তে বিজেপি একমাত্র ছিল যারা গরীবের জন্য কাজ করতে চাইছে। গরীব মানুষের জন্য কাজ করতেই বিজেপিতে আসা। এই জন্য অনেকেই আমাকে স্বার্থপর বলতে পারেন।” বিজেপিতে যোগ দেওয়ায় মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেকে অনেক কথা বলেন।

Back to top button