বিনোদন

দীপিকা-সারা -শ্রদ্ধাদের পর এবার বলিউডের ৬ অভিনেতাকে তলব করলো NCB

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নতুন মোড় নেওয়ার পর উঠে এসেছে বলিউডের মাদকচক্রের বিভিন্ন তথ্য। আর এবার ফের বলিউডের মাদক চক্রের বিষয় নিয়ে এলো নতুন একটি বড় খবর। ভারতের একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবার বলিউডের ৬ জন জনপ্রিয় অভিনেতা রয়েছেন NCB -র নজরে।

যান গেছে যে ৬ জন বলিউড অভিনেতাকে তলব করা হয়েছে তাদের মধ্যে ৩ জন হলেন বলিউডের প্রথম সারির অভিনেতা। এছাড়াও NCB -র নজরে রয়েছে আরও কয়েকজন প্রযোজক, পরিচালক। যাদের ধীরে ধীরে ডাকা হবে NCB দফতরে জিজ্ঞাসাবাদের জন্য।

প্রসঙ্গত সূত্রের মাধ্যমে জানা গেছে যে বলিউডের যে মাদক চক্রের যোগ রয়েছে তার মূলেই রয়েছেন বলিউডের একজন প্রাক্তন সুপার মডেল ও অভিনেতা। NCB -সূত্রে প্রাপ্ত ওই খবর আসার পর থেকেই শুরু হয়ে যায় জোর সমালোচনা। আর সেই সাথে অভিযুক্তের নাম নিয়ে শুরু হয়ে যায় গুঞ্জন। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় এই সংস্থার থেকে কোনও অভিনেতার নাম প্রকাশ করা হয়নি।

অপরদিকে মাদকচক্রে যোগ থাকার অভিযোগে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয়েচিললো দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে। NCB তাদের কে এখনো কোনোরকম ক্লিনচিট দেয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করার পর ক্রেডিট কার্ড বাজেপত করেছে NCB। জানাগেছে ড্রাগস পাচারকারীদের সাথে কোনো আর্থিক লেনদেনের সাথে তারা যুক্ত আছে কিনা সেই তথ্য জানতেই তাদের ক্রেডিট কার্ড বাজেপত করা হয়েছে। তবে বলিউডের এই প্রথম সারির নায়িকাদের তদন্তের স্বার্থে আবার জিজ্ঞসাবাদ করা হবে কিনা সেই সম্পর্কে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

Back to top button