বিনোদন

মা হবার পর আবার নতুন সিনেমায় নায়িকা, অবশেষে সিনেমার ‘শুটিং’য়ে ফিরলেন ইউভানের মা শুভশ্রী

টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন শুভশ্রী গাঙ্গুলি। তিনি গত ১২ সেপ্টেম্বর জন্ম দিয়েছেন তার প্রথম সন্তান যুবাণের। মা হওয়ার প্রায় দেড় মাস পর জিমে ফিরেছিলেন শুভশ্রী আর সেই শরীর চর্চার ছবি সোশ্যাল মিডিয়াতে নিজেই পোস্ট করেছেন নায়িকা।

আর এবার বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়িকা ফিরলেন শুটিংয়ে। তাকে একটি ছবিতে দেখা গেলো লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার প্রস্তুতিতে। ক্যামেরা আরো দেখা গেলো রাজের ভাগ্নীর সঙ্গে সৃষ্টিকে।

প্রসঙ্গত খুব শিগ্রই শুভশ্রী গাঙ্গুলিকে পরমব্রতর সাথে জুটি বেঁধে দেখা যাবে হাব্জি গেঞ্জী সিনেমাতে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে। যদিও সেই ছবির শুটিং শুভশ্রী মা হওয়ার অনেক আগেই সেরে ফেলেছেন। আর নতুন এই সিনেমায় শুভশ্রী কে দেখা যাবে গেম এডিক্টেড এম ছেলের মা এর ভূমিকায়।


কিছুদিন আগেই শুভশ্রী ফটোশুট করে তাকে লাগিয়ে দিয়েছিলেন। আর এবার সোজা শুটিং এ ফিরতে চলেছেন নায়িকা। নতুন এই সিনেমায় শুভশ্রীর বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। প্রসঙ্গত এর আগে ২০১৪ সালে অঙ্কুশ -শুভশ্রী জুটিকে দেখা গিয়েছিলো “আমি শুধু চেয়েছি তোমায়” -সিনেমায়। তারা দুজন মাইল পরিচালক বাবা যাদবের সুপার ন্যাচারাল সিনেমায় কাজ করেছিলেন।

নতুন এই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে, এখনও এই সিনেমার নাম ঠিক করা হয়নি। তবে সম্প্রতি এই সিনেমার ফাস্ট লুক প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সিনেমাটি পরিচালনা করছেন বাবা যাদব ও সংগীত পরিচালক হলেন জিৎ গাঙ্গুলী।

 

 

Back to top button