সমস্ত গুঞ্জনের পর এবার প্রকাশ্যে এলো সাংসদ অভিনেত্রী নুসরতের মা হওয়ার তারিখ!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। বেশিরভাগ সময় তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। নানা সময় নানান সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মা হওয়ার খবরে ভোরে গেছে। কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসেনিজের ছবি শেয়ার করেছেন। সেই সময় কটুক্তিতে ভরে গিয়েছিল তাঁর কমেন্ট বক্স।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি বিয়েটাও সেরে ফেলেছিলেন। তার পাশাপাশি অভিনেত্রীর আরেকটি পরিচয় হল তিনি একজন তৃণমূল সাংসদ। ২০১৯-এ ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে নিজের বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী খুব ধুমধাম করে। স্বামী সংসার ও রাজনীতি সবকিছু সামলে নিচ্ছিলেন অভিনেত্রী কিন্তু হঠাৎই সম্পর্কে চির ধরে। বর্তমানে টলিউড অভিনেতা যশ-এর সাথে সম্পর্কে রয়েছেন। নানা সময় তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়।
View this post on Instagram
এরপর থেকেই নেটিজেনদের অনেকেই প্রশ্ন করছে তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? যদিও এই নিয়ে কোনো রকম উত্তর মেলেনি। তবে নেটিজেনদের ধারণা যে যশ ও নুসরত অনেক দিন থেকেই একসাথে থাকছেন তাহলে কি এই বাচ্চার দ্বায়িত্ব যশ নিতে চলেছেন? উত্তরে নিখিল বলে দেন যে তিনি ওই বাচ্চার বাবা নন। ঘুরে ফিরে জল গড়িয়ে আসছে যশ দাশগুপ্তের দিকে। এদিকে যশ ও নুসরত কিছু বলছেন না তারা চুপচাপ। যশ ও নুসরত এদিকে কেউই ফোন তুলছেন না।
এদিকে এক সংবাদ মাধ্যম সরাসরি জানিয়ে দেন যে নুসরত জাহান নাকি আগামী ১০ সেপ্টেম্বর সন্তান প্রসব করবেন! কিন্তু এই খবর কতটা সত্যি তা একমাত্র সংবাদমাধ্যম ও অভিনেত্রী নুসরতই বলতে পারবেন। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কি তবে অপেক্ষা করতে হবে? সূত্রের খবর, বর্তমান নুসরতের কাছে ফোর্ড গাড়িটি নিখিলের দেওয়া ও ৬০ লক্ষ টাকার ফ্ল্যাট যেটাতে নুসরত থাকেন সেটিও নিখিলের দেওয়া ও নুসরতের বোনের পড়াশোনার দায়িত্বও তিনি নেন। নিখিলের অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রে জানা যায় যশ ও নুসরতকে একসঙ্গে দেখেও ফেলেন নিখিল। এরপরেই, নিখিলের পরিবার সূত্রে জানা যায় তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। তবে বেরিয়ে এসেছেন নিখিল। মা হওয়ার পর তা প্রকাশ্যে আসতেই নুসরতের বিরুদ্ধে সিভিল স্যুট ফাইল ( জালিয়াতি) করেছেন নিখিল, যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয় নি তাই অ্য়ানালমেন্ট করেই দুজনে আলাদা হতে চান। বর্তমানে বাধ্য হয়েই এমনটি করেছেন নিখিল।