লম্বা বিরতির পর ‘দেশের মাটি’র সঙ্গে কামব্যাক করছেন বাঙালি নায়িকা, অপেক্ষায় দর্শকেরা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। এই অভিনেত্রী ধারাবাহিক নয় নিজের ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। মডেলিং করতে করতেই সুযোগ পেয়ে যান ছোট পর্দায় কাজ করার। বেশ কয়েকটি ধারাবাহিক যেমন ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’-এ তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিকে নীল ভট্টাচার্য এবং তার জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
এরপর এই অভিনেত্রীর বিয়ে হয়ে যাওয়ার পর তাকে আর সেভাবে সিরিয়ালে দেখা যায়না। কিন্তু বিয়ের পরে মন দিয়ে সংসার করছেন অভিনেত্রী। তাছাড়া গত বছর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি । যার নাম দিবিজা। তবে এবার শোনা যাচ্ছে নতুন খবর, আবারও শ্যুটিংয়ে ফিরছেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কামব্যাক হচ্ছে সৈরিতির। দেশের মাটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।
এই ধারাবাহিকের বিলেত ফেরত মর্ডান মেয়ের চরিত্রে অভিনয় করবেন এই বাঙালি নায়িকা। এই খবর প্রকাশ্যে আসতেই ভিড় পরে যায় দর্শকদের। লম্বা বিরতির পর আবারও তাদের প্রিয় অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে দেখে বেশ খুশি হয়েছেন ফ্যানেরা। তাই তো সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। প্রমো বলছে সিরিয়ালে কিয়ানের জেঠুর মেয়ে, মানে তুতো দিদির ভূমিকায় থাকবেন সৈরিতি।কিন্তু ধারাবাহিকে সৈরিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে তো নোয়া। এবার সেটাই দেখার পালা।
View this post on Instagram