আচমকাই শুটিং ছাড়লেন আদৃত! সোশ্যাল মিডিয়াতে দুঃসংবাদ শোনালেন মিঠাইয়ের নায়ক

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’। টিআরপি কমলেও জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। টিআরপির প্রথম দশের তালিকায় উঠে এসেছে মিঠাই। কিন্তু এবার মিঠাই ধারাবাহিকের ভক্তদের জন্য এল একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদটি শুনিয়েছেন মিঠাইয়ের নায়ক আদৃত রায়। কিছুদিনের জন্য সিরিয়ালের শুটিং বন্ধ রেখেছেন তিনি।
বিগত কয়েকদিন ধরে আদৃত রায়কে আর ধারাবাহিকের ফ্লোরে দেখা যাচ্ছে না। তবে আদৃত আসলে গেলেন কোথায়? সোশ্যাল মিডিয়াতে মিঠাইয়ের নায়ক একটি পোস্ট করেন। তখনই জানা যায় আসল ঘটনা। বাংলার ক্রাশ উচ্ছে বাবু আসলে শারীরিকভাবে আঘাত পেয়েছেন। মিঠাইয়ের সেটে খেলতে গিয়ে তার শিরায় আঘাত লাগে। এইকারণে দিন কয়েক বাড়িতে তিনি রেস্ট নেন।
বাড়িতে বিশ্রাম নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ হয়েছেন আদৃত। আবার খুব শীঘ্রই তাকে দেখা যাবে ধারাবাহিকে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে লেখেন অনুরাগীদের জন্য তাকে আবার ফিরে আসতেই হল। সমস্ত ফ্যান ক্লাব এবং যারা যারা তার দ্রুত সুস্থতার বার্তা দিয়েছেন তাদের সকলের প্রতি ভালবাসা জানিয়েছেন মিঠাইয়ের উচ্ছে বাবু।
যে উদ্বেগ ও ভালবাসা অনুরাগীরা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি। এখন অনেকটাই সুস্থ আদৃত। শীঘ্রই আবার শুটিং শুরু করবেন অভিনেতা।