বিনোদন

‘কী করে বলব তোমায়’-এর শুটিং চলাকালীন আঘাত পেলেন অভিনেত্রী স্বস্তিকা, চিন্তায় অনুরাগীরা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর শুটিং চলাকালীন আচমকাই পরে গিয়ে আঘাত পেলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গত বুধবার আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। পায়ে ব্যথা নিয়েই সেই সময় স্টুডিওতে শুটিং করছিলেন স্বস্তিকা। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষা -নিরীক্ষার পর জানানো হয় গোড়ালিতে হেয়ার লাইন ফ্র্যাকচার রয়েছে।আর সেই মকরণে তিনি আজ শুটিংয়ে যেতে পারেননি। তাই তিনি আপাতত বাড়িতেই ছুটিতে রয়েছেন।

সংবাদ মাধ্যমকে স্বস্তিকা বলেন “ফ্লোরে শুট চলাকালীন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছি। তখন রোলিং ছিল, ফলে ক্যামেরাতেও ধরা রয়েছে। গতকাল তা নিয়েই শুটিং করেছি। কিন্তু খুব ব্যথা হচ্ছিল। আজ অফ নিয়েছি। ডান পায়ের গোড়ালিতে কালশিটে পড়েছে, ফুলে গিয়েছে। সেদিনই প্রোডাকশন থেকে এক্স রে করাতে নিয়ে গিয়েছিল। বাবাও ডাক্তার দেখিয়েছেন। হেয়ার লাইন ক্র্যাক আছে। আমাকে এখন রেস্ট নিতে বলেছেন ডাক্তার।”

স্বস্তিকা আরও জানান যে আগামী সপ্তাহেই ‘কী করে বলব তোমায়’-এর টিম আউটডোর শুটিং করতে যাবে পাহাড়ে। তিনি কোনোভাবেই সেই শুটিং মিস করতে চাননা। তাই তার আগে যে করেই হোক তাকে সুস্থ হয়ে উঠতেই হবে।

প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ক্রুশল আহুজা এবং স্বস্তিকা দত্ত দর্শকের রসায়ন ছোট পর্দার দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের দুজনের কাজ ব্যাপক প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। আর সবথেকে বড়ো কথা টানা এক বছর ধরে সাফল্যের সাথে চলছে এই সিরিয়াল। তাই পেশাদার হিসেবে নিজের দায়িত্ব নিয়ে বেশ সচেতন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়িকা।

Back to top button