বিনোদন

কম টিআরপি’র কারণে সিরিয়ালের স্লট পরিবর্তন, জি বাংলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত!

তিন মাসের মধ্যেই টিআরপির অভাবে কপাল পুড়লো ‘তোমার খোলা হাওয়া’র। দীর্ঘ সময় বাদে জি বাংলার হাত ধরে আবার বাংলা ধারাবাহিকের পর্দায় ফিরেছিলেন স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহা। তবে টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। তার মাঝে বলি হচ্ছে নতুন সিরিয়ালগুলো।

জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটি শুরু হওয়ার মাত্র তিন মাস হয়েছে। টিআরপি তালিকায় অনেক পিছনে রয়েছে ধারাবাহিকটি। টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের কাছে ধোপে দেখতে পারছে না শুভঙ্কর সাহা এবং স্বস্তিকা দত্তের সিরিয়ালটি। এই কারণে শোনা যাচ্ছে ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালটিকে দুপুরের স্লটে দেওয়া হবে আর এর জায়গায় নতুন সিরিয়াল আনা হবে। তবে সিরিয়ালের নায়িকা নাকি বেঁকে বসেছেন চ্যানেলের এই সিদ্ধান্তে।

দুপুরের স্লটে সিরিয়ালকে পাঠিয়ে দেওয়া মানে তার টিআরপি আরও কমবে। কিন্তু স্বস্তিকা দত্তের এই সিরিয়ালটির কপালে প্রাইম টাইম জুটছে না। এই অবস্থায় ধারাবাহিকের নায়িকা নাকি একটা চরম সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন ফ্যান পেজে আলোচনা হচ্ছে স্বস্তিকা দত্ত নাকি চ্যানেলকে খোলামেলা হুঁশিয়ারি দিয়েছেন। দাবি করা হচ্ছে অভিনেত্রী নাকি চ্যানেলকে বলেছেন যদি তার এই ধারাবাহিক রাতের পরিবর্তে দুপুরে সম্প্রচার হয় তাহলে তিনি সিরিয়াল ছেড়ে দেবেন। তার জন্য NOC এও নাকি দেবেন অভিনেত্রী।

চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আগামী ২৭ শে মার্চ থেকে তোমার খোলা হাওয়া দুপুর তিনটের সময় সম্প্রচারিত হবে। আর ঘরে ঘরে জি বাংলা ওই একই দিন থেকে আড়াইটা থেকে সম্প্রচারিত হবে।

Back to top button