বিনোদন

বিবাহবার্ষিকীতে প্রাক্তন স্বামীকে নিয়ে বোমা ফাটালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই বয়সেও নেটদুনিয়ায় নিজের জায়গাটা যে ঠিকঠাক ভাবেই ধরে রেখেছেন এটা নিশ্চই জানা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। সেটা বাঙালি শাড়ি পরেই হোক বা অন্য কিছু। তিনি যে অনেক পুরুষরেই স্বপ্নের পড়ি একথা শ্রীলেখা নিজেও জানেন। এমনকি অনেকবার স্বীকারও করেছেন সকলের সামনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যা প্রকাশ্যে আসা মাত্রই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কিন্তু কি এমন কান্ড ঘটালেন অভিনেত্রী। যার ফলে নেটদুনিয়ায় শোরগোল পরে যায়। তাহলে বিষয়টা খুলেই বলা যাক। আজ থেকে ১৭বছর আগে শিলাদিত্য সান্যালের সঙ্গে ২০নভেম্বর সাত পাকে বাধা পড়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু সেদিন আর এল না। ২০১৩ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় ।

বিবাহবার্ষিকীর দিন প্রাক্তনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে রীতিমতো বোমা ফাঁটিয়েছেন অভিনেত্রী। বিয়ের ১৭ বছর পার হলেও বিবাহবার্ষিকীর দিন মনের মানুষটিকে নিয়ে দু-এক লাইন লিখেও ফেললেন শ্রীলেখা। বিয়ের ছবি পোস্ট করে টালিউড অভিনেত্রী শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, ‘আজ হতে পারত আমাদের ১৭ তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার প্রাক্তন।তাই তো সেভাবে আর কাউকে মনে ধরল না। তবে স্যাড ইমোজি বা শুভ বিবাহবার্ষিকী লিখলেই কিন্তু তখনই আনফ্রেন্ড করে দেব।’ এই পোস্টটি প্রকাশ্যে আসা মাত্রই বন্যা বয়ে যায় কমেন্টের।
div id=”fb-root”>

Back to top button