বিভানকে ‘মিস’ করে ছবি পোস্ট অভিনেত্রী রিমঝিমের, প্রকাশ্যে আসতেই প্রশ্ন নেটিজেনদের

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা বিভান ঘোষ। যিনি ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে অশোকের চরিত্রে অভিনয় করেছেন। আর অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র।যিনি অশোকের স্ত্রী অর্থাৎ দিশার চরিত্রে অভিনয় করেছেন।বিভান-রিমঝিম এই দুজনকেই ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে ‘খল নায়ক-নায়িকার’ চরিত্রে দেখা গিয়েছে।আর সেই দিশা অর্থাৎ রিমঝিম ‘মিস’ করছেন বিভানকে অর্থাৎ অশোককে।
বিভানকে ‘মিস’ করে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী রিমঝিম। আর ক্যাপশনে লিখেছেন, ‘মিসিং ইউ’। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।তবে কি রিমঝিম ও বিভাগ মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? এমন প্রশ্ন করতে থাকেন নেটিজেনরা। তবে এই নিয়ে কোনোরকম ভাবে মুখ খুলতে দেখা যায়নি রিমঝিমকে।
View this post on Instagram
Ashok & Disha ❤❤ #krishnokoli #zeebangala @zeebanglaofficial @vivaanghosh
প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে বর্তমানে জেলে বন্দি রয়েছেন অশোক ও দিশা।আর খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পাবেন বলে জানা গিয়েছে।অশোক ফেরা মানেই তো আবারো চরিত্রে ফিরছেন রিমঝিমও। অন্যদিকে বিভান ‘আলো ছায়া’য় অভিনয় করছেন। আর রিমঝিম ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয় করছেন।