বিনোদন

এই বয়সেও কমেনি রূপের জেল্লা, যৌবন ধরে রাখতে রোজ এই কাজ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাবা ‘রঞ্জিত মল্লিক’ এভারগ্রিন অভিনেতা হওয়া সত্ত্বেও, নিজে দক্ষতায় টলিউডে জায়গা করে নিয়েছেন ‘কোয়েল মল্লিক’। তার রূপ-যৌবন অভিনয় দক্ষতা সবকিছুই দর্শকদের মন জয় করে। বয়স ৪০ হলেও এখনো যে কোন যুবতীকে টেক্কা দেবে তার সৌন্দর্য।

নিজের রূপ ও জৌলস ধরে রাখতে বিশেষ কয়েকটি জিনিসের উপরে জোর দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। যত্ন নেন নিজের শরীরের, ত্বকের এবং কড়া ডায়েটে থাকেন। অনেকেই জিজ্ঞাসা করেন, তারই সৌন্দর্যের সিক্রেটটা কি আর এবার সেটাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সকালে ঘুম থেকে উঠে শুরু হয় তার ডায়েট। থাকে দুধ, কনফ্লেক্স, ডিম। দুপুরে থাকে ব্রাউন রাইস মাছ ও সবজি। বিকালে খান ফ্রুট স্যালাড আর রাতে রুটি-মাংস। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করেন।

এসবের পাশাপাশি গর্ভবতী মায়েদের বিশেষ টিপস দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনেত্রী জানান মাতৃত্বকালীন অবস্থায় তিনি মেডিটেশন করতেন, ভজন শুনতেন, সিনেমা দেখতেন। তিনি বলেন অনেকেই বাচ্চা হওয়ার আগে খুবই সেনসেটিভ হয়ে পড়ে। তাই পরিবারের সকলকে এইসব অত্যন্ত দক্ষতার সাথে হ্যান্ডেল করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

Back to top button