বিকিনি টপ ও সাদা জিন্সে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী দর্শনা, মুহূর্তেই ভাইরাল ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। দর্শনার নাম শুনলেই যেন পাগল হয়ে যায় অনেক পুরুষ মন।দর্শনার মিষ্টি হাসি, চোখের চাহনি, আকর্ষণীয় চেহারা যেন নজর কাড়ে হাজার হাজার ভক্তের।দর্শনা টালিউডের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় । সেই সঙ্গে নেটদুনিয়ায়। দর্শনার পোস্ট করা সমস্ত ছবিই যেন ভাইরাল হয়ে যায়। আর এবারও তার ব্যতিক্রম হলো না।
‘সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী দর্শনা বণিক। যেখানে তাকে দেখা যাচ্ছে, সবুজ রঙের বিকিনি টপ ও সাদা রঙের জিন্স পরে বসে আছেন অভিনেত্রী দর্শনা বণিক।সেই সঙ্গে চুলের অসাধারণ স্টাইল। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই চমকে যান ভক্ত-নেটিজেনরা। চোখ সরাতে পারেন না দর্শনার থেকে। নিমিষেই ভাইরাল হয়ে যায় ছবিটি। দর্শনাকে আবার প্রশংসায় ভরিয়ে দেয় অনেক নেটিজেন।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দর্শনা বণিক ও টালিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী অভিনীত ‘মাঝে মাঝে তবো দেখা পাই’ গানটি। রবীন্দ্রসংগীত এই গানটি মিউসিক ভিডিওতে রূপান্তরিত করা হয়েছে। যেখানে হারানো প্রেমকে খুঁজে পেয়েছে দর্শনা। এই গানটি দেখে মন ছুঁয়ে যায় অনেক ভক্তের। ভোরে যায় লাইক, কমেন্টে।
View this post on Instagram
Befitting replies are impressive, Mindful responses are effective. #notetoself







