বিনোদন

আর নয় অভিনয়! অবসর নিয়ে কঠিন সিদ্ধান্ত অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যের

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ অম্বরিশ ভট্টাচার্য। প্রায় ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন অম্বরিশ। অসংখ্য সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাজাগজা থেকে শুরু করে খড়কুটোর পটকা, অম্বরিশ ভট্টাচার্য দর্শকদের কাছে অতি পছন্দের একজন অভিনেতা। সম্প্রতি অভিনেতা একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তার অভিনয় শুরুর দিনের কথা শেয়ার করলেন। তিনি অসংখ্য ছোট, বড় থেকে জেলা নাট্যদলে কাজ করতেন।

অভিনেতার ভাষায় অনেকটা ঠিক ‘বোহেমিয়ান’ জীবন কাটিয়েছেন তিনি। কলেজ জীবন অতিবাহিত করার পর চাকরি-বাকরি নিয়ে কখনও মাথা ঘামাননি অম্বরিশ। তার বাড়ি থেকেও কখনও তার উপর চাপ দেওয়া হয়নি। নাটক এবং থিয়েটারে অভিনয় করতেন অম্বরিশ। আর তার নাটক দেখেই তাকে ‘রাজা গজা’র গজা চরিত্রটির জন্য বেছে নেন প্রযোজক ইন্দ্রনীল সেন। এখান থেকেই সরাসরি পর্দাতে সুযোগ পান অম্বরিশ।

আজ এত চুটিয়ে অভিনয় করার ফাঁকেও তিনি তার আগের জীবনটাকে মিস করেন, যে সময়টা তিনি নাটকের দলে কাজ করতেন, বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বেড়াতেন, মানুষ দেখতেন। মানুষ দেখেই তিনি যা কিছু শিখেছেন। ১৭ টা বছর অভিনয়ের ব্যস্ততার মধ্যে ডুবে থেকে এখন তার মানুষ দেখাটাই কমে গিয়েছে। তাই তিনি তার আগের জীবনটাকে মিস করেন।

এই কারণে অভিনেতা এই একঘেয়েমি থেকে বেরিয়ে আবার পুরোনো দিনে ফিরে যেতে চান। অভিনেতার কথায় তিনি নিজেকে ইন্ডাস্ট্রিতে ‘ওভারইউজড’ বলে মনে করছেন। তাই ইন্ডাস্ট্রি থেকে পাততাড়ি গুটিয়ে আবার তিনি বেরিয়ে পড়তে চান আগের দিনে।

Back to top button