বিছানায় বসে দুই ননদের সঙ্গে উদ্দাম নাচ তৃনার, মুহূর্তে ভাইরাল ভিডিও
টলিউডের জনপ্রিয় দুষ্টু মিষ্টি অভিনেত্রী তৃণা সাহার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা। যেখানে সৌজন্য চরিত্র ও গুনগুন চরিত্রটি যেন ভক্তদের মনে একেবারে জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ‘খড়কুটো’ দেখতে ভক্তদের ভিড় পরে যায় টিভির পর্দায়।রিমোর্ট হাতে এক কাপ চা নিয়ে যেন ‘খড়কুটো’ ধারাবাহিক দেখতে বসে পড়েন দর্শকেরা ।
আপাতত গুনগুনের পরিবার পুটু পিসির বিয়ে পরবর্তী পর্যায় নিয়ে মেতে রয়েছেন । কিছুদিন আগে গুনগুন অর্থাৎ তৃনা সাহা কে বোরখা পরে দেখা গিয়েছে ‘খড়কুটো’ ধারাবাহিকের এক দৃশ্যে। গুনগুন সেই ধারাবাহিকে হিন্দু বাড়ির বউ হয়েও বোরখা পড়েন। কারণ, খড়কুটো ধারাবাহিকে পুটু পিসির বিয়ে নিয়ে টান টান উত্তেজনা পর্ব চলছিল। সত্যি কি বিয়ে হবে পুটুপিসির,এই নিয়ে বেশ চিন্তায় পরে গিয়েছিলো পরিবারের সকলেই।
তবে সেই বিয়েটা যেন এবার সেরেই ফেললেন পুটু পিসি। পুটু পিসির বিয়েতে মেতে উঠেছিলেন গুনাগুনের পুরো গ্যাং। তবে সেই বিয়েতেই এক কান্ড করে বসেন গুনগুন সহ তার পটকা, দুই ননদ, জা এবং দাদাভাই। তবে সেখানে বাদ যাননি সৌজন্যই। কিন্তু কি এমন কান্ড করে বসলেন মুখার্জী পরিবারের গ্যাং। তবে বিষয়টা খুলেই বলা যাক। পুলিশ সেজে পুটুপিসির বিয়েতে উপস্হিত ছিলেন তারা সকলে । সেই সঙ্গে নাচ গানেও মেতে উঠেছিলেন তারা ।
আর এবার তাদেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রকাশ্যে আসতেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই ননদ অর্থাৎ সাজি ও চিনির সঙ্গে চুটিয়ে হিন্দি গান ‘দারু দেশি’তে বিছানায় বসে হাত নাড়িয়ে নাচ করছেন গুনগুন। সঙ্গে তাল মেলাচ্ছেন দুই ননদ সাজি ও চিনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের ।
View this post on Instagram