বিনোদন

কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৮, ১৫৩ এ ও ৫০৪ ধারায় মামলা দায়ের, বিপাকে অভিনেত্রী

বলিউডের প্রতিভাবান অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে বলিউডে করে নিয়েছেন পাকা একটি জায়গা। এছাড়াও তিনি পরিচিত বিভিন্ন ইস্যু নিয়ে টুইটারে মুখ খোলার জন্য। বিশেষ করে সুশান্তের মৃত্যুর পর তিনি বেশ এক্টিভ ছিলেন টুইটারে। সেখানে তিনি মুখ খুলতে গিয়ে জড়িয়ে পড়েন বিতর্কে। ঘটনা এমন পর্যায়ে পৌঁছয় যে তার বিরোধ বেঁধে যায় মহারাষ্ট্রের সরকারের সাথেই।

ভারতের সংসদে বিতর্কিত কৃষি বিল পাশ হবার পর তিনি কৃষকদের আন্দোলনের সময় কৃষকদের প্রতি করেছিলেন আপত্তিকর মন্তব্য। তাই কর্ণাটকের টুমকুর জেলাতে তার বিরুধ্যে মামলা করেছে এক আইনজীবী।

জানা গেছে ভারতীয় দণ্ডবিধির ১০৮, ১৫৩ এ ও ৫০৪ ধারায় এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।গত ২১ সে সেপ্টেম্বর কঙ্গনার টুইট নিয়ে অভিযোগ করেন আইনজীবী এল রমেশ। তার অভিযোগের উপর ভিত্তি করেই এফআইআর দায়ের করার নির্দেশ দেয় তুমাকুরুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট।

প্রসঙ্গত উল্লেখনীয় কঙ্গনা সেদিন টুইটারে লিখেছিলেন ‘‘যারা সিএএ নিয়ে ভুল তথ্য ও গুজব রটিয়েছিলেন, যার ফলে দাঙ্গা হয়েছিল, সেই লোকগুলোই এখন কৃষি বিল নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। যার ফলে দেশে দাঙ্গা হচ্ছে, তারা সন্ত্রাসবাদী। আপনারা ভালোই বুঝতে পারছেন, আমি কী বলছি।’

Back to top button