বিনোদন

ভারতের জাতীয় পতাকা নিয়ে ‘মা তুঝে সালাম’ গান গাইলো ৪ বছরের শিশু এন্থার, অবাক নেটিজেনরা

প্রতি দেশের মানুষ তাদের দেশকে ভালোবাসে। কারণ দেশমাতৃকার চরণে নিজেকে বিলিয়ে দেওয়া সবথেকে গর্বের একটি বিষয়। তাই প্রতিটি দেশের মানুষ দেশের সংস্কৃতি ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে করে বিভিন্ন ধরণের কাজ। তাই অনেকেইদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন নিজের প্রতিভা বিকাশের মাধ্যমে। আর তাদের সেই কর্মকান্ড নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আর এবার সেই ভাবেই মিজোরামের ৪ বছরের ছোট্ট এক খুদে কন্যার গাওয়া ‘মা তুঝে সালাম’ গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘মা তুঝে সালাম’ গানটি শুনলে এমনিতেই মানুষের মনে কাটা দিয়ে ওঠে আর জাগরিত হয় দেশপ্রেম। আর সেই গানটি দুদার্ন্ত কণ্ঠে গেয়েছে মিজোরামের ৪ বছরের কন্যা এন্থার। হাতে জাতীয়পতাকা নিয়ে সে গেয়েছে গান। আর গানের সাথে সাথে দেখানো হয়েছে উত্তরাঞ্চলের মানুষের জীবন চিত্র।

আর এই গানের মাধ্যমে বোঝানো হ্প্য়েছে যে ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও উত্তরাঞ্চলের মানুষের সাথে ভারতের বাকি রাজ্যের মানুষের মধ্যে৪ কোনও ভেদাভেদ নেই। দেশ মাতৃকার প্রতি প্রেম ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই বেজে ওঠে ঐক্যের সুর। তাইতো ভারতকে বলা হয় বিবিধের মাঝে ঐক্য পূর্ণ একটি সুন্দর ছোট্ট পৃথিবী।

Back to top button