সুশান্তের মৃত দেহ যে ব্যক্তি সবার আগে দেখতে পেয়েছিলেন, এবার তাকে ধরলো পুলিশ

সুশান্তের মৃত দেহ যে ব্যক্তি সবার আগে দেখতে পেয়েছিলেন, এবার তাকে ধরলো পুলিশ
ক্রমশ সুশান্ত সিং এর মৃত্যু নিয়ে ক্রমশ জটিলতা বেড়েই চলেছে। প্রতিদিনিই উঠে আসছে বিভিন্ন তথ্য। তদন্তের প্রয়োজনে ইডি জেরা করছে বিভিন্ন সুশান্তের পরিচিত বিভিন্ন ব্যক্তিকে। এবার তাই মুম্বাইয়ের ইডির দফতরে নিয়ে আসা হলো সুশান্তের রাধুনী দীপেশ সাওয়ান্তকে। জানা গেছে সুশান্তের ফ্ল্যাটে রাঁধুনির কাজ করা ওই ব্যক্তি সুশান্তের মৃত্যুর পরে পলাতক ছিলেন।তার সাথেই ছিল সুশান্তের আর এক সহকারী রজত।
জানা গেছে যে সুশান্তের মৃত দেহ প্রথম দেখার সময় সিদ্ধার্থ পিঠানির সাথে ছিলেন দীপেশ সাওয়ান্ত।
ইডি দফতরে নিয়ে গিয়ে তাদের জেরা করা হয়। ইডি সুশান্ত প্রসঙ্গে সিদ্ধার্থ পিঠানিকে করছে ম্যারাথন জেরা। গত শুক্রবারের পর সোমবার ও মঙ্গলবার মোট ৩ দিন জেরা করা হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও।
রাঁধুনি দীপেশ ও সিদ্বার্থ পিঠানি দুজন ই জানিয়েছেন যে ১৪ জুন তারা নাকি প্রথম সুশান্তের দেহ সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। কিন্তু সুশান্তের দেহ নিয়ে যাওয়া এম্বুলেন্স চালক অক্ষয় ভান্দাগড় জানিয়েছেন যে সুশান্তের ঘরে তিনি কোনো সিলিং ফ্যান দেখেননি সেই সাথে তিনি বলেন যে এম্বুলেঞ্চ চালক হওয়ার কারণে তিনি অনেক আত্মহত্যা করা মৃত দেহ দেখেছেন আর সেই অভভিজ্ঞতা থেকে তিনি ধারণা করছেন এটা একেবারেই আত্মহত্যা নয় তাকে হয়তো খুন করা হয়েছে।
সেই সাথে অক্ষয় ভান্ডগর আরো জানিয়েছেন যে তিনি ঘটনাস্থলে পৌঁছনোর অনেক আগেই সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিলো আর সুশান্তের দেহ তখন সাদা কাপড়ে মোড়া ছিল।