বিনোদন

সিনেমার সেটে ক্রেন ভেঙে মৃত্যু ৩ জনের, জেনেনিন বিস্তারিত

তামিলালের সিনেমা ইডিয়ান টু করতে গিয়ে গতকাল রাতে সিনেমার সেটে ক্রেন ভেঙে মৃত্যু ঘটেছে ৩ জনের।ইন্ডিয়ান টু সিনেমায় অভিনয় করছে কাজল আগরওয়াল, তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।তিনি টুইটারে টুইট করে জানান, গতকাল রাতে অপ্রত্যাশিত ভাবে আকস্মিক দুর্ঘটনার ফলে মৃত্যু ঘটেছে- ৩ জনের, সেই তিনজন হলো- কৃষ্ণা, মধু ও চন্দন।তিনি তাদেরকে হারানোর বেদনা শোক প্রকাশিত করে জানিয়েছেন যাদের বেদনা শোক প্রকাশিত করার মতো নয়।

তিনি অপর এক টুইটে টুইট করে বলে, গতকাল রাতের ক্রেন দুর্ঘটনায় হতবিহ্বল, শকাহত ও মানসিক চাপ অনুভূত করেছেন।সব কিছু যেন মুহূর্তেও মধ্যে ঘটে গেলো, তবে কৃতজ্ঞ, সময় ও জীবনের মূল্য বোঝতে পারলাম। এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন কমল হাসান। তিনি জানান, রাতে সাড়ে ৯টার সময় ইন্ডিয়ান টু ফিল্মের শুটিং চলছিল।একটি ক্রেনের ওপর লাইট সেট করতে যায় তারা, তখনই হঠাৎ ক্রেনটি ভেঙে পরে।সেই ঘটনায় নিহত- কৃষ্ণা, মধু ও চন্দন।তবে আহত আরও ১০ যান।

Back to top button