বিনোদন

সারার কাছে নয়, অভিনেত্রী আলিয়া ভাটের কাছে যা আবদার করলো কার্তিক

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান।কার্তিক বলিউডের পা রাখার পর থেকেই একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাদের মনে পাকা জায়গা করে নিয়েছেন । ভক্তরা যেন অপেক্ষায় দিন গুনতে থাকেন কবে আবার নতুন ছবি নিয়ে পর্দা কাঁপাতে আসবেন কার্তিক। তবে এদিকে কার্তিক মুখিয়ে রয়েছেন সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার জন্য।

সম্প্রতি ফিল্মফেয়ারের দেওয়া এক সাক্ষাৎকারে বানসালির সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন মেয়েদের ‘হার্টথ্রব’ নায়ক কার্তিক আরিয়ান।তিনি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার জন্য কার্তিক এতোটাই মুখিয়ে রয়েছেন যে, যার জন্য তিনি আলিয়ার কাছে এক আবদার করে বসেন।

কার্তিক বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কাছে আবদার করেন যে, আলিয়া যেন তার কথা সঞ্জয়লীলা বানশালীকে বলেন। কারণ, আলিয়ার সঙ্গে বানসালির বেশ ভালো সম্পর্ক। শুধু তাই নয়, এদিকে, শিগগিরই সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র কাজ শুরু করতে যাচ্ছেন আলিয়া ভাট। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার।

Back to top button