বিনোদন

বিরাট-অনুশকার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বলিউডে! তোলপাড় নেটদুনিয়ায়

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর রাজকীয়ভাবে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।বিয়ের পর থেকে বেশ সুখে শান্তিতেই ঘর করছিলেন তারা। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, বিরাট-অনুশকার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। পাশাপাশি তাদের বিচ্ছেদের একটি নিউজ লিংকও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিউজ লিঙ্গ শেয়ার করে একজন লিখেছেন, ‘সব ছেলেরাই এরকম করবে ‘পাতাল লোক’র মতো সিরিজ তৈরী করলে।এমনকি শুধু তাই নয়, বিরাট ও অনুশকার ডিভোর্স টুইটারে ভাইলার হয়েছে। তাহলে কি সত্যি বিচ্ছেদ হতে চলেছে এই জুটির? এই নিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন, ‘এই সব কথা সম্পূর্ণ মিথ্যে। কারণ, বিরাট-অনুশকা দাম্পত্য জীবনে বেশ সুখেই রয়েছেন।’

অবশ্য পরে জানা যায়, এই ট্রেন্ডের সূত্রপাত বিরাট-অনুশকার বিচ্ছেদের একটি পুরোনো খবরকে ঘিরে। বিয়ের আগে একবার দুজনের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলেছিল।শোনা গিয়েছিল, শাহরুখ খান দুজনের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছিলেন। শাহরুখ নাকি আনুশকার ঘনিষ্ঠ এবং অভিনেত্রীর প্রথম সিনেমাও শাহরুখ খানের সঙ্গে। ফলে শাহরুখই সংকট মোকাবিলায় এগিয়ে এসেছিলেন। ২০১৬ সালে প্রকাশিত সেই পুরোনো প্রতিবেদনের কপি ঘিরেই নতুন করে এই হ্যাশট্যাগ ভাইরাল হয়!

Back to top button