‘পোশাক পরে শরীর ঢাকতে লজ্জা করে’! মালাইকাকে লজ্জাহীন নারী বলে তীব্র কটাক্ষ

মালাইকা সিনেমা জগতে খুবই জনপ্রিয় হয়ে এক অভিনেত্রী।তিনি আবার ২০২০-তে মিস ডিভার দ্বারা আরও এক বার সবার নজরে এসে পড়েন।তিনি যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন তিনি পরনে একটি হলুদ রঙের একটি গাউন পড়েছিল।সেই গাউনটি তিনি যখন ক্যামেরার সামনে আসেন তখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।সেই হলুদ রংয়ের গাউনে যেমন তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা শুরু হয় তেমনই নেটি জেনেরা তাকে নিয়ে কটাক্ষ করতে বাদ দেয়নি।
মালাইকাকে হলুদ রঙের গাউন পরে দেখে কেউ কেউ কটাক্ষ করতে শুরু করেন যে, তিনি লজ্জাহীন মহিলা।যেতে অনেকে নানান রকমভাবে তাকে কটাক্ষ করতে থাকে।বার কেউ কেউ বলে যে, বুড়ি বয়সে এই পোশাক বেছে নিয়েছে মালাইকা।এই নিয়ে নেট দুনিয়ায় পুরো তোলপাড় চলতে থাকে।
মালাইকা অরোরা অর্জুন কাপুরের সাথে গোয়ায় গিয়ে নতুন বছর উদ্বোধন করেন। সেই সাথে মালাইকার গোটা পরিবার অর্জুন কাপুরের সাথে সময় কাটাতে দেখা যায় নানান জায়গায়।অর্জুন কাপুরের সাথে মালাইকার যে সম্পর্ক তৈরী হয়েছে তা অর্জুন কাপুর নিজেই সবার সামনে তুলে ধরছেন, এব্যাপারে তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই বললেই চলে।যদিও এই বিষয়ে মালাইকা এখনও পর্যন্ত বিয়ের প্রস্তাব দেয়নি।